রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ছে না বছরের পর বছর! কিন্তু জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কত ডিএ পান?
রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ছে না মাসের পর মাস। বাড়ছে বিক্ষোভ। কিন্তু জানেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কত ডিএ পান! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। রইল হিসেব।
তবে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বেতন বা ভাতা বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে কোনো অর্থ নেন না। এ কথা তিনি নিয়েই প্রকাশ্যে বহুবার জানিয়েছেন।
স্পিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ‘প্রত্যেকের বেতন বাড়ানো হলেও মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হল না। আমরা সবাই জানি যে আপনি বেতন নেন না। সেটা আপনার মহানুভবতা।'
স্পিকারের বক্তব্য ছিল ভবিষ্যতের কথা ভেবে বেতনের সংশোধনের প্রয়োজন রয়েছে। সেই কারণে সরকারিভাবে বেতন বাড়ানো হোক।’
পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ভাতা বৃদ্ধিরও অনুরোধ জানান তিনি। তবে তাতে সায় দেননি মমতা।
জানিয়ে রাখি, ২০১৯ সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি করা হয়েছিল। তারপর আর পরিবর্তন হয়নি।
সেই অনুযায়ী, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ১,১৭,০০১ টাকা। যদিও তা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর তুলনায় অনেক কম।
তবে কত ডিএ কত পান মমতা, জানেন? এখানে উল্লেখ করা যেতে পারে, মহার্ঘ ভাতা বা ডিএ বাবদ ৯০,০০০ টাকা পাবেন মুখ্যমন্ত্রী।