এবার SSKM-এ 'গণ ইস্তফা', জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েই সিদ্ধান্ত সিনিয়রদের

একের পর এক হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফায় কিছুটা হলেও চাপ বাড়ছে সরকারের ওপর। কিন্তু এখনও পর্যন্ত সরকার নীরব।

 

আরজি কর, মেডিক্যাল কলেজের পর এবার এসএসকেএম। গণ ইস্তফা দিলেন সিনিয়র ডাক্তাররা। এসএসকেএম হাসপাতালে এক সঙ্গে ৪০ জন চিকিৎসক গণইস্তফা দিলেন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ ও জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েই এই কঠিন সিদ্ধান্ত। এসএসকেএস- হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, আরই 'গণ ইস্তফা' পাঠান হবে স্বাস্থ্য ভবনে।

একের পর এক হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফায় কিছুটা হলেও চাপ বাড়ছে সরকারের ওপর। কিন্তু এখনও পর্যন্ত সরকার নীরব। এদিন ধর্মতলার ধর্নামঞ্চে যায় পুলিশ। হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একটি চিঠি ধরিয়ে দিয়ে যাওয়া হয়েছে অনশনকারীদের। সেখানে বলা হয়েছে, 'আপনারা গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন করছেন। জোর করে প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ বানিয়েছেন। আপনাদের সামনে যে বোর্ড রাখা হয়েছে তা থেকে পাওয়া তথ্য বলছে আপনাদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। বুধবার আপনাদের অনুরোধ করেছিলাম। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে। কিন্তু আপনারা তা প্রত্যাখ্যান করেছেন। আমরা রাজ্যের স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছি আপনাদের জন্য চিকিৎসকদের একি দল মোতায়েন করা হোক। আমাদের অনুরোধ আপনারা এই জায়গা ছাড়ুন। চিকিৎসার সহায্য গ্রহণ করুন। সমস্ত প্রয়োজনীয় আইনি সাহয্য দেওয়া হবে।' যদিও অনশনকারীরা জানিয়েছেন তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা আপাতত উঠবেন না। অন্যদিকে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে তা জানতে চেয়ে স্বাস্থ্য ভবনে মেল করলেও তার উত্তল পাওয়া যায়নি।

Latest Videos

সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। সিনিয়র ডাক্তাররা রাজ্য সরকারের কাছে নমনীয়তা দেখানোর আর্জি জানিয়েছেন। তাঁরা বলেছেন জুনিয়র ডাক্তারদের দাবি অত্যন্ত ন্যায্য। দাবিগুলি গোটা রাজ্যবাসীর কাছেই জরুরি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Daily Horoscope : ১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল