RG Kar মামলার শুনানিতে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে অভিনব উদ্যোগ, কী করা হয়েছে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল হত্যাকাণ্ডের দ্বিতীয় দিনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের মুখ বন্ধ রাখতে অভিনত উদ্যোগ নিল সিবিআই। এদিন ছিল দ্বিতীয় পর্বের শুনানি।

 

Saborni Mitra | Published : Nov 12, 2024 12:45 PM IST
110
আরজি কর মামলার দ্বিতীয় দিনের শুনানি

মঙ্গলবার আরজি কর মামলার দ্বিতীয় দিনের শুনানি ছিল। রুদ্ধদ্বার শুনানি হয়। ইনক্যামেরা শুনানি হচ্ছে আরজি কর হত্যাকাণ্ডের।

210
সঞ্জয়ের রায়কে নিয়ে তৎপর

পরপর দুই দিন সঞ্জয় রায় আদালত চত্ত্বরে মুখ খোলে। তাঁর নিশানায় ছিল রাজ্য প্রশাসন।

310
সঞ্জয় রায়ের প্রথম দিনের বার্তা

সঞ্জয় রায় প্রথম দিন বলেছিলেন,'সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। তুমি কিছু বলবে না।'

410
দ্বিতীয় দিন বলেছেন

দ্বিতীয় দিন সঞ্জয় বলেছেন, 'যিনি আছেন ডিসি স্পেশাল ওনরা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে।'

510
সঞ্জয়কে নিয়ে সতর্ক প্রশাসন

পরপর দুই দিন আদালত চত্ত্বরে মুখ খোলার পর এদিন সঞ্জয়কে নিয়ে রীতিমত সতর্ক ছিল প্রশাসন। নিরাপত্তা আরও বাড়ান হয়।

610
নিরাপত্তার ঘেরটোপে স়ঞ্জয়

এদিন কড়া নিরাপত্তায় সঞ্জয়কে আনা হয় আদালতে। এবার আর প্রজন ভ্য়ানে করে আন হয়নি। তাঁকে নিয়ে আসা হয়েছিল পাঁচটি গাড়ির কনভয়ে।

710
গাড়িতে সঞ্জয়

এসটিএফ-এর কালো কাচ দেওয়া গাড়িতে চড়িয়ে মঙ্গলবার সঞ্জয়কে আনা হয় আদালতে। কাচ থাকায় সঞ্জয় আর চিৎকার করে কিছু বলতে পারবেন না। তাই এই কড়াক়ড়ি।

810
২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

সূত্রের খবর প্রতিদিন দুই জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে আদালতে। সোমবার নির্যাতিতার বাবা ও প্রতিবেশী সঞ্জয় মুখোপাধ্য়ায় সাক্ষী দিয়েছিলেন। এদিন ডাকা হেয়ইল দুই জুনিয়র ডাক্তারকে।

910
শনি-রবি বাদ

শনিবার ও রবিবার বাদে প্রতিদিনই আরজি কর হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণ করা হবে।

1010
রোজ শুনানি

আরজি কর হত্যাকাণ্ডের শুনানি ১১ নভেম্বর থেকে টানা হবে বলেও জানিয়েছে আদালত। সেইমত এদিনও রুদ্ধদ্বার শুনানি হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos