
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Financial Case) সন্দীপ ঘোষের ( Sandip Ghosh) পক্ষে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-এর পেশ করা চার্জশিট সিবিআই দফতর থেকে আনিয়ে পড়ে দেখতে পারবেন সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তরা। তাদের সেই সময় দেওয়া হবে। সন্দীপদের চার্জশিট সংক্রান্ত প্রয়োজনীয় নথি সিবিআইকে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি।
আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রায় ১৫ হাজার পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনের নাম রয়েছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সাত দিনের মধ্যে মামলার চার্জ গঠনে নির্দেশ দিয়েছিল। নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যেই চার্জ গঠন করার কথা। কিন্তু তার আগেই সন্দীপ চার্জ গঠনের প্রক্রিয়ার গতি কমাতে আদালতের দ্বারস্থ হয়েছেন। বেঞ্চে পর পর দু’বার সেই আর্জি খারিজ হওয়ার পর বৃহস্পতিবার মামলা যায় হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে। তাঁরা সিবিআইয়ের চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। জানান, অভিযুক্তদের প্রয়োজনীয় সময় দিতে হবে। এটা তাঁদের আইনি অধিকার।
আদালত জানিয়েছেন, সন্দীপ আর আর্থিক কেলেঙ্কারির পাঁচ জন অভিযুক্তের আইনজীবীরা শনিবার আর রবিবার সিবিআই দফতরে যাবেন। সেখান থেকে তাঁরা চার্জশিটের নথি নিয়ে সেখান থেকে নিয়ে আসবেন। ওই নথি পড়ে দেখতে পারেন সন্দীপ ও তাঁর সাগরেদরা। আদালত আরও জানিয়েছে, নথি হাতে পাওয়ার পরেই তা জানাতে হবে নিম্ন আদালতকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রেছে। উচ্চ আদালতকেও নথিপ্রাপ্তির বিষয়ে জানাতে হবে।
সন্দীপদের বিরুদ্ধে চার্জ গঠনের মামলায় সিবিআই তাড়াহুড়ো করেছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদালতের মন্তব্য, 'এই আদালতও চায় দ্রুত বিচার শুরু হোক। কিন্তু অভিযুক্তদের আইনি অধিকার দিতে হবে।'বৃহস্পতিবার এমনই কথা বলেছে আদালত। বিচারপতি আরও বলেছিলেন অভিযুক্তকে সুযোগ না দিয়ে দ্রুত বিচার করে মামলা কবরে পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি চান না তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।