আদালতে বিস্ফোরক সঞ্জয়, 'আমাকে ফাঁসানো হয়েছে, যে যেখানে পারছে সই করিয়ে নিচ্ছে'

শিয়ালদহ আদালতে আরজি কর মামলার অভিযুক্ত সঞ্জয় রায় দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে এবং তার সাথে মারধর করা হয়েছে। তিনি আরও দাবি করেন যে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে এবং তাকে মিথ্যা অভিযোগে দোষী সাব্যস্ত করা হচ্ছে।

সোমবার দুপুর ১২টা ৩৬ মিনিট শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে আনা হয় আরজি কর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়-কে। সঞ্জয়কে তাঁর বক্তব্য জানাতে বলা হলে বিস্ফোরক জবাব দেয় সে।জানায়, 'আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে।আমি আগেও এই একই কথা বলেছি।আমাকে মারধর করা হয়েছে।যে যেখানে পারছে আমাকে দিয়ে সই করিয়ে নিচ্ছে।'

সঞ্জয় রায় আরও বললেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। যে যা খুশি তাঁর সঙ্গে করছে বলে অভিযোগ জানান। এও দাবী করেন তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। বিচারক তাঁকে জানান, আগেও নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছেন সঞ্জয়। বিচারক জানান, ধর্ষণকালীন সময়ে এমন আঘাত করেছেন, যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে।

Latest Videos

সঞ্জয় বলেন, ‘‘আমি কিছু করিনি।আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল।পুলিশের হাত থেকে যখন সিবিআই এই মামলা নিল তখন জোকাতে আমার মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে কমান্ড হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হল, এরপর শিয়ালদহের হাসপাতালে নিয়ে আসা হল।’’

বিচারক বলেন, ‘‘ ওই দিন কী হয়েছিল, সেটা আপনার থেকে আর ভালো কেউ জানে না।আপনার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে, দেখে মনে হয়েছে সব অভিযোগ সঠিক। বাড়িতে কে কে আছেন জানতে চান বিচারক। সঞ্জয় জানান, বাড়িতে মা আছেন। কিন্তু বাড়ি থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। বিচারক বলেন, ‘‘নির্দোষ ছাড়া যদি কিছু বলতে চান বলতে পারেন?’’ সঞ্জয় বলেন, ‘‘যে কাজটা করিনি, তার জন্য দোষী বলা হচ্ছে আমাকে।’’

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo