আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর ২টো ৪৫ মিনিটে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা আদালতের

Published : Jan 20, 2025, 01:19 PM ISTUpdated : Jan 20, 2025, 01:45 PM IST
sanjay roy

সংক্ষিপ্ত

শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল। সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করা হচ্ছে। যদিও শাস্তি ঘোষণা হতে চললেও, আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে বিতর্ক থামছে না।

শনিবারই আর জি কর মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার দুপুরে তার সাজা ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত। এদিন বিচারপতি অনির্বাণ দাস জানালেন, সঞ্জয়ের শাস্তি ঘোষণা করা হবে দুপুর দুটো বেজে ৪৫ মিনিটে। শিয়ালদা আদালতে হাজির করা হয়েছে সঞ্জয়কে। তার বক্তব্য শোনেন বিচারপতি। কাঠগড়ায় দাঁড়িয়ে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। তার দাবি, গ্রেফতার করার পর তাকে মারধর করা হয়, জোর করে কাগজে সই করানো হয়। সে কিছু জানতে না। মেডিক্যাল টেস্টের ক্ষেত্রেও গড়িমসি করা হয়েছে বলে দাবি করে সঞ্জয়। সে ফের গলায় থাকা রুদ্রাক্ষের মালা অক্ষত অবস্থায় থাকার কথা উল্লেখ করে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করে। তার কথা শোনেন বিচারপতি। আইনজীবীরাও বক্তব্য পেশ করেন। প্রায় ৪০ মিনিট ধরে চলে শুনানি। এরপর বিচারপতি জানান, দুপুর দুটো বেজে ৪৫ মিনিটে রায় দেওয়া হবে।

রায় লিপিবদ্ধ করছেন বিচারপতি

সোমবার শিয়ালদা আদালতের বিচারপতি সবপক্ষের বক্তব্য শোনার পর জানান, রায় লিপিবদ্ধ করার জন্য কিছুটা সময় দরকার। এই কারণে দুপুর দুটো বেজে ৪৫ মিনিটে রায় ঘোষণা করা হবে। আপাতত রুদ্ধদ্বার কক্ষে রায় লিপিবদ্ধ করার কাজ চলছে। শিয়ালদা আদালতের ২১০ নম্বর এজলাসের দিকে সবার নজর রয়েছে। এখানেই সঞ্জয়ের শাস্তি ঘোষণা করা হবে।

ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়ের ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে মুর্শিদাবাদ উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন। এবার এই মামলার বিচার চাইছেন। ফাঁসির রায় সম্পর্কে আগাম কোনও মন্তব্য করতে না চাইলেও, তিনি যে সঞ্জয়ের ফাঁসি চাইছেন, সে কথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, পরপর তিনটি মামলায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে। এজন্য তিনি পুলিশ এবং বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জেলে ক্যারম খেলে সময় কাটাল! শাস্তি ঘোষণার আগে 'টেনশন-ফ্রি' সঞ্জয় রায়

বাবা ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিলেন, সঞ্জয়ের শাস্তির আগে কী বলছেন নাটা মল্লিকের ছেলে?

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?