আরজি কর হত্যাকাণ্ড খুনি ও ধর্ষক একজন না একাধিক? জুনিয়র ডাক্তারদের দাবি দ্রুত তথ্য দিতে হবে সিবিআইকে

আরজি কর হত্যাকাণ্ডে অপরাধীন কতজন? খুনি ও ধর্ষণ একজন না একধিক জন- দ্রুত নাম জানাতে হবে সিবিআইতে। তেমনই দাবি জুনিয়র ডাক্তারদের।

 

Saborni Mitra | Published : Oct 1, 2024 3:07 PM
110
অরজি হত্যাকাণ্ড

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। প্রায় ২ মাস হতে চলল। কিন্তু এখন অপরাধের কিনারা করতে পারেনি সিবিআই।

210
আরজি কর হত্যাকাণ্ডের তদন্তে প্রশ্নচিহ্ন

আরজি কর হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত খুনের মোটিভ নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে সিবিআই সূত্রের খবর। একই সঙ্গে অপরাধী এক জন না একাধিক জন- তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য সিবিআই জানাতে পারেনি।

310
জুনিয়র ডাক্তাদের দাবি

এই অবস্থাতে জুনিয়র ডাক্তারদের দাবি- খুনের মোটিভ কী ছিল, কেন এই হত্যাকাণ্ড তা জানাতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।

410
জুনিয়র ডাক্তাদের দাবি

জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি- আরজি কর হত্যাকাণ্ডের সঙ্গে ঠিক কতজন জড়িত,একজনই খুনি ও ধর্ষক না একাধিক জন যুক্ত ছিল তা সিবিআইকে স্পষ্ট করে জানাতে হবে।

510
জুনিয়র ডাক্তারদের বৈঠক

সোমবার রাতের দীর্ঘ জিবি বৈঠকের পর মঙ্গলবার সকালে ফের এক দফা সাংবাদিক বৈঠক করেছেন জুনিয়র ডাক্তারেরা। সেখানেই এই প্রশ্ন তোলেন অনিকেত মাহাতো।

610
অনিকেত মাহাতর প্রশ্ন

৯ অগস্টের ঘটনায় দোষীদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয়, ঘটনার মোটিভ যদি প্রকাশ্যে না আসে, তবে আমরা কী ভাবে হাসপাতাল-প্রাঙ্গণে সুরক্ষিত বোধ করব?

710
হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি

অনিকেত মাহাতোর বক্তব্য হল তাঁরা প্রথম থেকেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হাসপাতালের নিরাপত্তার দাবি জানিয়েছে। তাই তারা আরজি কর হত্যাকাণ্ডের খুনের মোটিভ ও অপরাধীদের কথা জানতে চান।

810
নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ধর্ষণ-খুনের ঘটনা পরিকল্পিত কি না, কারা কেন এমন ঘটনা ঘটাল, অপরাধে এক জনই জড়িত, না কি একাধিক— যত ক্ষণ না এই সব বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রকাশ্যে আসছে, তত ক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ করছেন না তাঁরা

910
গ্রেফতার এক

অনিকেত বলেন এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে টালবাহানার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি। কিন্তু প্রকৃত দোষী কারা? আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের অনুমান সত্যি কিনা তাাও জানতে চান তারা।

1010
ডাক্তারদের দাবি

শুধু অনকল রুম কিংবা সিসিটিভি ক্যামেরা বসালেই কাজ শেষ নয়, তার পাশাপাশি নির্যাতিতার বিচারের ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিক সিবিআই, দাবি ডাক্তারদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos