RG Kar Case: কে সেই 'রহস্যময়' জুনিয়ার ডাক্তার? আরজি করে খুনের রাতে রক্ত ধুয়েছিল- খুঁজছে সিবিআই

আরজিকর হত্যাকাণ্ডে তদন্তে নয়া মোড়। সিবিআই-এর নজরে এক রহস্যময় জুনিয়ার ডাক্তার যিনি ঘটনার রাতে রক্ত ধুতে সেমিনার হল লাগোয়া শৌচাগারে গিয়েছিলেন।
Saborni Mitra | Published : Sep 7, 2024 3:26 PM IST
110
আরজিকর কাণ্ড

আরজি কর হত্যাকাণ্ডে তদন্তে সিবিআই-এর নজরে এক জুনিয়ার ডাক্তার। যে ডাক্তার সেই রাতে রক্ত ধুতে ঢুকেছিল সেমিনার হল লাগোয়া শৌচাগারে।

210
ভেঙেফেলা শৌচাগারে

সিবিআই সূত্রের খবর জুনিয়ার ডাক্তার সেমিনার হল লাগোয়া শৌচাগরে গিয়েছিলেন। যেটি সন্দীপ ঘোষের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে।

310
নার্সকে জেরা

আরজি কর কাণ্ডে ঘটনার রাত অর্থাৎ ৮ আগস্ট থেকে ৯ আগস্ট সকাল পর্যন্ত যারা চেস্ট মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন তাদের জিজ্ঞসবাদ করছে সিবিআই। তাতেই জেরা হয়েছে এক নার্সকে।

410
নার্সের বয়ান

নার্সের বয়ান থেকেই সমনে আসে এক রহস্যময় জুনিয়ার ডাক্তার। যে সেদিন রাতে রক্ত ধুতে গিয়েছিল বাথরুমে।

510
নার্সের বয়ানে চাঞ্চল্য

সিবিআই সূত্রের খবর যে জুনিয়ার ডাক্তারের কথা নার্স বলেছেন, সেই ডাক্তারে আগে কোনও দিন তিনি দেখেননি। নার্স ডাক্তারের নামও বলতে পারেনি। নার্স জানিয়েছেন, ডাক্তারকে তাঁর নাম জিজ্ঞাসা করতে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন।

610
নার্সের দাবি

সিবিআই সূত্রের খবর, নার্স বলেছেন, মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে সেই রাতে ঢুকেছিল সেই ডাক্তার। ওধুষও নিয়েছিল। ট্রান্সফিউশন নোটও দিয়েছিল।

710
জামায় রক্তের দাগ

সিবিআই সূত্রে জানা গেছে নার্স বলেছেন, তাঁকে ডাক্তার বলেছিলেন রোগী দেখতে গিয়ে তাঁর জামায় রক্ত লেগে গিয়েছিল। তাই সেটি ধুয়ে ফেলতে চান। সেই কারণেই বাথরুমে যান তিনি।

810
রক্ত দেখেননি নার্স

সিবিআই সূত্রের খবর, নার্স জানিয়েছেন তিনি ওই জুনিয়ার ডাক্তারের দেব বা জামায় কোথাও রক্ত দেখতে পারনি।

910
জুনিয়ার ডাক্তারের খোঁজ

সিবিআই সূত্রের খবর সংশ্লিষ্ট সন্দেহভাজন জুনিয়ার ডাক্তারকে খুঁজতে শুরু করেছে সিবিআই। যদিও নার্সের বয়ান অনুযায়ী এই ঘটনা রাত ১০টার সময় ঘটেছিল। কিন্তু সন্দেহজনক জুনিয়ার ডাক্তারকেও জেরা করতে চায় সিবিআই।

1010
অজ্ঞাত পরিচয় কেন

হাসপাতালের মধ্যে কেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রাতের বেলা প্রবেশ করবে- সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।  যদিও পরের দিন সকালেই হাসপাতালের সেমিনার রুমের ভিড় নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos