প্রায় এক মাস হতে চলল আরজি কর হাসপাতালের জুনিয়ার ডাক্তার খুন হয়েছেন। কিন্তু এখনও খুনের মোটিভ এবং অপরাধী কে তা জানা যায়নি। বিচারের দাবিতে আন্দোলন চলছে।
Saborni Mitra | Published : Sep 7, 2024 6:40 PM / Updated: Sep 08 2024, 09:22 AM IST
আরজি কর হত্যাকাণ্ড
প্রায় এক মাস হতে চলল আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে জুনিয়ার ডাক্তারেকর দেহ। ৯ আগস্ট দেহ উদ্ধার হয়। কিন্তু এখনও অনেক প্রশ্ন থেকে গেছে।
গুরুত্বপূর্ণ দুই প্রশ্ন
আরজি কর-কাণ্ডে চিকিৎসক খুনের মোটিভ কী? অপরাধী কে বা কারা? দ্রুত এই দুই প্রশ্নের উত্তর জানতে চায় রাজ্যবাসী
বিচারের দাবিতে আন্দোলন
আরজি কর হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রথম আন্দোলন শুরু করেছিলেন হাসপাতালের জুনিয়ার ডাক্তার। কিন্তু বর্তমানে গোটা রাজ্যেই আরজি করের বিচারের দাবিতে সরব হয়েছে। সেই থেকেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা।
সোমবার সুপ্রিম কোর্টে শুনানি
আগামী সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগেই রবিবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মরিয়া আন্দোলনকারীরা।
রবিবার একগুচ্ছ কর্মসূচি
রবিবার জুনিয়ার ডাক্তাররা একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন। সকাল থেকে রাত অবধি চলবে আন্দোলন
সকালে অভয়া ক্লিনিক
রবিবার সকাল ১০টায় অভয়া ক্লিনিক চালু হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।
মানব বন্ধন
বিকেল ৫টায় মানব বন্ধনের ডাক দিয়েছেন। জাতীয় সঙ্গীতের সুরে সুরে সুবিচারের দাবি জানাবেন মিছিলকারীরা।
মধ্যরাতের কর্মসূচি
রবিবার রাত দখলের ডাকও দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। মধ্যরাতে সকলকে পথে নামার আবেদন জানিয়েছেন। এই দিন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিমও রাত দখলের ডাক দিয়েছেন।
বিশেষ কর্মসূচি
রবিবার অভয়া ক্লিনিকের পাশেই হত্যাকাণ্ড সম্পর্কে নিজেদের মতামত জানাতে পারবেন স্থানীয়রা। ৯টায় হবে শান্তিপূর্ণ প্রতিবাদ। এই কর্মসূচিগুলিতে সকলকেই যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন জুনিয়ার ডাক্তাররা।
আরজি কর তদন্ত
আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তারা সিবিআইদফতরেও দিয়েছিলেন। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়কে।