…আমার দুর্গা বিচার পাক, এবার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা, জেনে নিন কবে হবে মিছিল

ডাক্তার থেকে সাধারণ মানুষ, শিল্পীরা এমনকী সব পেশার মানুষই পথে নেমেছেন। পথে নেমেছে ছাত্রছাত্রী থেকে গৃহবধূ সকলে। দাবি শুধুই তিলোত্তমার ধর্ষণ ও খুনের ন্যায় বিচার। এবার পথে নামবেন কুমোরটুলির মৃৎশিল্পীরা।

 

Sayanita Chakraborty | Published : Sep 6, 2024 4:48 PM
110

মৃৎশিল্পীদের মিছিল

কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির পক্ষ থেকে দেওয়া হল বিশেষ বার্তা। আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামবেন কুমোরটুলির মৃৎশিল্পীরা।

210

কোথায় হবে মিছিল

আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজারর পর্যন্ত হবে মিছিল। একথা জানানো হয়েছে কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির পক্ষ থেকে।

310

প্রকাশ্যে মিছিলের পোস্টার

সমাজমাধ্যমে সেই মিছিলের পোস্টার পোস্ট করেছেন তাঁরা। যা মূহূর্তে হয়েছে ভাইরাল। পোস্টারে লেখা, কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক।

410

কে কে থাকছে মিছিলে

শিল্পীদের সঙ্গে তাদের পরিবারের লোকজনও যোগ দেবেন মিছিলে। জানানো হয়েছে এমনটাই।

510

সমিতির সম্পাদকের মন্তব্য

কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির সম্পাদক বাবু পাল বলেন, কুমোরটুলি মৃৎশিল্পের পীঠস্থান। আমরা মাটির দুর্গা নির্মাণ করি। কিন্তু, রক্তমাংসের দুর্গা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। তাই বিচার চেয়ে পথে নামছি আমরা।

610

সুপ্রিম কোর্টের শুনানি

রবিবার হবে কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির মিছিল। তারপর অর্থাৎ সোমবার দিন হল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছিল।

710

পুজোয় আরজি কর ঘটনার প্রভাব

এদিকে আরজি কর মামলা নিয়ে সর্বত্র তোলপাড় হচ্ছে। এর প্রভাব পুজোয় পড়তে পারে বলে অনুমান সকলের।

810

অনুদানে না

একাধিক ক্লাব পুজোর সময় রাজ্য সরকারের অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। তেমনই অনেক জায়গায় পুজো বন্ধেরও ডাক উঠেছে।

910

মিছিলের ডাক

এরই মাঝে মিছিল ডাকল কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির পক্ষ থেকে। অনেকেরই ধারণা মৃৎশিল্পীরা কাজ থেকে বিরতি নিলে এবার শহরে পুজো হওয়া মুশকিল।

1010

তিলোত্তমার বিচার চাই

তবে, সকলেই চান তিলোত্তমা ন্যায় বিচার পাক। এই কারণে সর্বত্র হচ্ছে প্রতিবাদ মিছিল। এবার প্রতিবাদ মিছিলের আহ্বান জানানো হল কুমোরটুলির মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির পক্ষ থেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos