আন্দোলনকারীদের উপর চাপ দিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা আর জি করে? ভাইরাল কল রেকর্ডিং এবং চ্যাট

রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক খুন। সেইসঙ্গে, ধর্ষণ। মর্মান্তিক এবং কার্যত শিউরে ওঠার মতো ঘটনা। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কার্যত কর্মবিরতিতে শামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক খুন। সেইসঙ্গে, ধর্ষণ। মর্মান্তিক এবং কার্যত শিউরে ওঠার মতো ঘটনা। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কার্যত কর্মবিরতিতে শামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

আর এবার আরও বড় তথ্য সামনে এল। হুমকির মুখে পড়ছেন আর জি করের বিক্ষোভকারীরা? জানা যাচ্ছে, হুমকি দিয়ে বিক্ষোভ তুলে নিতে বলে লাগাতার ভয় দেখানো হচ্ছে তাদের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সংক্রান্ত একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কল রেকর্ডিং। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

Latest Videos

তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় এইমুহূর্তে উত্তাল গোটা আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। শুক্রবার, মাঝরাত থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং নার্সরা। সমস্ত দোষীর শাস্তির দাবি জানানোর পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

কিন্তু আন্দোলনকারীদের থামানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠছে মেডিক্যাল কলেজেরই চিকিৎসকদের একটা বড় অংশের বিরুদ্ধে। অভিযোগ আসছে যে, হোয়াটসঅ্যাপ এবং ফোনে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে আন্দোলনরত চিকিৎসকদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেই হুমকি মেসেজের স্ক্রিনশট এবং কল রেকর্ডিং। যদিও সেই স্ক্রিনশট এবং কল রেকর্ডিং-এর সত্যতা যাচাই করেনি এশিয়েনেট নিউজ বাংলা।

আরও পড়ুনঃ 

সেই রাতে তরুণী চিকিৎসককে আগে খুন করে পরে ধর্ষণ? বিস্ফোরক দাবি ফরেন্সিক বিশেষজ্ঞের

সেই কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে যে, “বড্ড চাপে আছি। এমন একটা ভয়ানক ঘটনা ঘটল, কিন্তু কিছু করতে পারছি না।” এরপর ওপ্রান্ত থেকে উত্তর আসছে, “আর জি করে আর ভরসা কোরো না দাদা।”

হোয়াটসঅ্যাপে আবার বলা হচ্ছে, “খবর পাঠা আজ ক্যাম্পাসে কিছুই হচ্ছে না।” অথবা, “এমন হলে প্রোটেস্টটা থেমে যাবে।” কোনও মেসেজে আবার লেখা আছে, “সবাইকে বলা হচ্ছে, কেউ কিছু বললে শেষ করে দেওয়া হবে।”

আরও পড়ুনঃ

'খুব দুর্ভাগ্যজনক ঘটনা, নিরাপত্তা বাড়ানো দরকার' আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন সৌরভ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি