দুর্গা পুজোর কার্নিভালের দিনেই বড় কর্মসূচি ঘোষণা ডাক্তারদের, রাসমণি রোডে 'দ্রোহের কার্নিভাল'

আরজি কর ইস্যুতে বড় পদক্ষেপ জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স। মঙ্গলবার দুর্গা পুজোর কার্নিভালের দিনই সংগঠনের পক্ষ থেকে 'দ্রোহের কার্নিভাল' -এর ডাক দেওয় হয়েছে।

 

Saborni Mitra | Published : Oct 12, 2024 4:44 PM IST
110
আরজি কর আন্দোলনের বড় পদক্ষেপ

আরজি কর আন্দোলন নিয়ে বড় পদক্ষেপ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স-এর। রবিবার বড় কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন।

210
কার্নিভালের ডাক

জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স-এর পক্ষ থেকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। এই দিনই রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে।

310
কার্নিভালের রাস্তা

রানি রাসমণি রোডে হবে আরজি করের ঘটনার প্রতিবাদে দ্রোহের কার্নিভাল।

410
জুনিয়র ডাক্তারদের প্রতিক্রিয়া

জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ ধর্মতলায়। সেখানে তাঁদের এই কর্মসূচির কথা জিজ্ঞাসা করা হয়। কিন্তু তারা এই কর্মসূচির কথা জানেন না হলে জানিয়েছেন।

510
জয়েন্ট প্ল্যাটফর্ম অব জুনিয়র ডাক্তার

চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স। তারাই এই কর্মসূচির ডাক দিয়েছে।

610
এক দিনে দুই কার্নিভাল

মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে হয় দুর্গাপুজোর কার্নিভাল। এই দিনেই রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে।

710
অনুমতি নিয়ে সংশয়

চিকিৎসকদের এই কর্মসূচি নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। কারণ পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

810
পুজোয়েও আরজি কর আন্দোলন

গোটা দুর্গাপুজোর উৎসব জুড়িয়ে রাজ্যে ছিল আরজি কর আঁচ। জুনিয়র ডাক্তারদের অনশন থেকে ধর্মতলায় অবস্থায় যা অস্বস্তি বাড়িয়েছে রাজ্য সরকারের।

910
কাল অরন্ধন

জুনিয়র ডাক্তাররা কাল বিজয় দশমীর দিন রাজ্যের মানুষের কাছে অরন্ধনের আর্জি জানিয়েছেন।

1010
শুক্রবার মহাসমাবেশের ডাক

জুনিয়র ডাক্তাররা শুক্রবার ধর্মতলায় মহাসমাবেশের ডাক  দিয়েছিল। পুজোর মধ্যে এই সমাবেশ যথেষ্ট সফল ছিল বলেও তাদের দাবি 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos