সিবিআই হেফাজতে সারাদিন কী করছেন আরজি কর কাণ্ডের ধৃত সন্দীপ ঘোষ? জানলে চমকে যাবেন

টানা ১৫ দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হওয়ার পর গত সোমবার সন্ধ্যায় আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই হেফাজতে সন্দীপ কী করছেন, জানেন?

Parna Sengupta | Published : Sep 6, 2024 5:30 AM IST

112

আরজি কর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর তাঁর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

212

জানা গেছে, সন্দীপ ঘোষ কৌশিকী অমাবস্যায় নির্জলা উপবাস করতেন এবং অফিস যাওয়ার পথে প্রায়ই ফুলবাগান কালীমন্দিরে যেতেন।

312

সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় সোমবার, ২ সেপ্টেম্বর।

412

গ্রেফতারির পরপরই, মঙ্গলবার রাত ১টা থেকে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়।

512

এ সময় তাঁকে একটি নিরামিষ খাবারের ডায়েট চার্ট অনুসারে খাবার পরিবেশন করা হয়।

612

খাবারের মধ্যে রুটি, ডাল, এবং সবজি অন্তর্ভুক্ত ছিল। যদিও খবর পাওয়া গেছে, সন্দীপ ঘোষ সম্পূর্ণ খাবার খাননি।

712

এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সন্দীপ ঘোষের স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য এবং গ্রেফতারির পর তাঁর আরাম নিশ্চিত করতে।

812

তবে, তাঁর আপাতত পরিস্থিতি এবং খাবারের প্রতি অমনোযোগ পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছে বলে জানা যাচ্ছে।

912

এদিকে, সিবিআইয়ের পর এ বার সন্দীপ ঘোষের দুয়ারে পৌঁছে গেল ইডিও। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে পৌঁছন ইডির আধিকারিকেরা।

1012

তবে দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি তাঁরা। কিছু ক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি নিয়ে সিজিও কমপ্লেক্সে ফিরে যান তদন্তকারীরা।

1112

পরে ফের আসেন। কিছু ক্ষণ অপেক্ষা করার পর খোলা হয় তালা। ৯টা ১৫ মিনিটে সন্দীপের বাড়ির ভিতরে ঢোকেন তদন্তকারীরা। বাইরে পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

1212

আরও তিন জনের বাড়িতে শুক্র-সকালেই পৌঁছে গিয়েছে ইডি। চলছে তল্লাশি অভিযান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos