আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে বড় যোগ উত্তরবঙ্গ লবির? সন্দীপ ঘনিষ্ট চিকিৎসককে লম্বা জেরা
আরজি কর হত্যাকাণ্ডে এবার সিবিআই-এর নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ট এক ডাক্তার। ইতিমধ্যেই সেই চিকিৎসকরে দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার সেই চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান হয়েছিল। তারপর সেই চিকিৎসককে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Saborni Mitra | Published : Sep 20, 2024 4:37 AM IST / Updated: Sep 20 2024, 10:20 AM IST
সিবিআই নজরে আরও এক চিকিৎসকর
আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে এবার সিবিআই-এর নজরে আরও একজন চিকিৎসক। সেই চিকিৎসক সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও সিবিআই সূত্রের খবর।
দুই দফায় জিজ্ঞাসাবাদ
সিবিআই সূত্রের খবর বৃহস্পতিবারের আগেও সেই চিকিৎসককে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বৃহস্পতিবার আরও একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বৃহস্পতিতে ম্যারাথন জেরা
বৃহস্পতিবার সেই চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান হয়েছিল। তারপর সেই চিকিৎসককে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কল রেকর্ড থেকেই সন্ধান
সিবিআই সূত্রের খবর সন্দীপ ঘোষের মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড থেকেই ওই চিকিৎসককের সন্ধান পেয়েছে সিবিআই।
উত্তরবঙ্গ লবি?
প্রাথমিক তদন্তে সিবিআই সূত্রে অনুমান এই চিকিৎসক উত্তরবঙ্গ লবির সদস্য। উত্তরবঙ্গ থেকেই কলকাতায় এসেছিলেন।
কলকাতায় ছিলেন একদিন
সিবিআই সূত্রের খবর ৮ আগস্ট কলকাতায় এসেছিলেন এই চিকিৎসক। ছিলেন ৯ আগস্ট পর্যন্ত। সল্টলেকের একটি গেস্টহাউসে ছিলেন।
আরজি কর হাসপাতাল যোগ
সিবিআই সূত্রের খবর ৯ আগস্ট সকাল থেকে রাত সারাক্ষণই ওই চিকিৎসক আরজি কর হাসপাতালেই ছিলেন। কিন্তু কেন- সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই
সল্টলেকের গেস্টহাউসও নজরে
সিবিআই সল্টলেকের সেই গেস্টহাউকেসের মালিক ও কর্মীকেও বৃহস্পতিবার তলব করেছিল । গেস্টহাউস্রের রেডিস্টার ও অন্যন্য নথিও খতিয়ে দেখে।
৮ আগস্ট রাত নিয়ে ধোঁয়াশা
সিবিআই সূত্রের খবর সংশ্লিষ্ট চিকিৎসক ৮ আগস্ট রাতের দিকে কলকাতা পৌঁছে ছিলেন। কিন্চু ৯ আগস্ট সকালেই তিনি সল্টলেকের গেস্টহাউসে যান। কিন্তু ৮ আগস্ট রাতে কোথায় ছিলেন- তা নিয়ে স্পষ্ট তথ্য সিবিআই-এর হাতে নেই।
চিকিৎসক সন্দীপ কথাবার্তাই সূত্র
সিবিআই সূত্রের খবর উত্তরঙ্গের চিকিৎসক সন্দীপ ঘোষকে ৮-৯ আগস্ট একাধিকবার ফোন করেছিলেন। সন্দীপও জেরায় চিকিৎসকের কথা জানিয়েছেন।