এক মাস ধরে চলছে রাত দখল। চলছে প্রতিবাদ। তেমনই আজ পাঁচ দিন হল চলছে ধর্না। তা সত্ত্বেও দোষীদের চিহ্নিত করা যায়নি। আজ ফের রাত দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা।
১৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টের শুনানি। তার আগে শনিবার অর্থাৎ ১৪ অগস্ট ফের রাত দখলের কর্মসূচির ডাক দিল জুনিয়র ডাক্তাররা।
210
প্রথম রাত দখল হয়েছিল ১৪ অগস্ট। স্বাধীনতার আগের দিন রাতে তিলোত্তমার ন্যায় বিচারের খাতিরে শুরু হয়েছিল এই লড়াই। সে লড়াই আজও চলছে।
310
১৪ অগস্ট স্বাধীনতার মধ্যরাতে, নারী স্বাধীনতার ডাকে পথে নেমেছিলেন হাজার হাজার নারী ও পুরুষ। মেয়েরা রাত দখল করে The Night Is Yours.. আহ্বানকারীদের ডাকে সেই রাত দখল শুরু হয়েছিল।
410
তারপর থেকে রাতের পর রাত জাস্টিস ফর আর জি কর দাবি নিয়ে রাত দখল চলছে। ১৪ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ১ মাস অতিক্রান্ত। এতদিন ধরে তদন্ত চললেও এখনও দোষীদের চিহ্নিত করতে পারেনি তদন্তকারীরা।
510
এর মধ্যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলার একটি শুনানি হয়ে গিয়েছে। এবার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর। এই শুনানির আগে ফের হবে রাত দখল।
610
এদিকে আবার দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকালে ৫ দিন ধরে চলছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না।
710
দুর্যোগ মাথায় নিয়ে বৃষ্টিতে ভিজে ধর্না দিচ্ছেন তারা। তাঁর রয়েছে পাঁচ দফা দাবি। যা না মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন।
810
এবার সেই সকল আন্দোলন রত জুনিয়র ডাক্তাররা রাত দখলের আহ্বান জানাল। এই আহ্বান সকল সাধারণের জন্য।
910
১৪ সেপ্টেম্বর ফের রাত দখল করতে চলেছে বিচারকারী মানুষ। কলকাতা থেকে জেলা- সর্বত্র হবে রাত দখল। ফের আজ শোনা যাবে রাজপথে গর্জন।
1010
এদিকে আবার আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বেলগাছিয়া, জে কে মিত্র রোডে বাড়ানো হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ।