সংক্ষিপ্ত
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে খুন করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। তারপর থেকেই উত্তাল গোটা এলাকা। বেছে বেছে বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে।
অর্জুন সিং (Arjun Singh)-কে নিয়ে টানটানি শুরু! যদিও অর্জুন সিং-এরও দল বদলের রেকর্ড রয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে কি আরও একবার দল বদল করতে পারেন অর্জুন সিং? প্রশ্নটা তুলেই দিলেব সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির (BJP) রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের (TMC)টার্গেট। ওরা যেনতেন প্রকারে অর্জুন সিংকে তৃণমূলে যোগদান করাতে চায়। কারণ অর্জুন বিজেপিতে থাকলেই লড়াই করবে। হিন্দুদের হয়ে লড়াই করবে।' আর সেই কারণেই টার্গেট করা হয়েছে অর্জুন সিংকে।
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে খুন করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। তারপর থেকেই উত্তাল গোটা এলাকা। বেছে বেছে বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। খুনের ঘটনায় ইচ্ছেকৃতভাবে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপি নেতা ও কর্মীদের। বিজেপির একাংশের অভিযোগ নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নাম জড়িয়েছে অর্জুন সিং-এর। এই প্রসঙ্গেই সুকান্ত এদিন বলেন অর্জুন সিং-কে টার্গেট করছে রাজ্যের শাসক দল।
২০১৯ সালে লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করেছিলেন বিজেপিতে। ব্যারাকপুর থেকে সাংসদও হয়েছিলেন। তার কয়েক মাস পরে আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। কিন্তু ২০২৪ সালে নির্বাচনে তৃণমূল অর্জুনকে টিকিট দেয়নি। তাই আবারও দলবদল। গেরুয়া শিবিরে গিয়ে টিকিট পেলেও হেরে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে। কিন্তু তারপর আর প্রত্যাবর্তন করেননি। বিজেপিতেই রয়েছেন। আগামী বছর রাজ্য বিধানসভা ভোট। আর সেই কারণে আবারও অর্জুনের দলবদলের প্রসঙ্গ উঠছে। তা উস্কে দিয়েছিলেন তাঁরই বর্তমানে দলের নেতা সুকান্ত মজুমদার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।