RG Kar মামলায় নয়া মোড়, সঞ্জয়ের বিরুদ্ধে এবার জো়ড়া আইনজীবীর ওপর ভরসা নির্যাতিতার পরিবারের

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় নয়া মোড়। এবার আর একজন আইনজীবীর ওপর ভরসা রাখতে পারছেন না নির্যাতিতার পরিবার। বৃন্দা গ্রোভার দায়িত্ব ছাড়ার পরই বড় পদক্ষেপ নির্যাতিতার পরিবারের।

 

Saborni Mitra | Published : Dec 13, 2024 10:54 AM
110
আরজি কর মামলা

শিয়ালদহ আদালতে চলছে আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলা। মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সিভিক ভলান্টিয়ারের সঙ্গে এই ঘটনার আরও অনেকের হাত ছিল বলে অভিযোগ নির্যতিতার পরিবারের।

210
বৃহস্পতিবার মামলা

নিয়মিত আরজি কর মামলার শুনানি হয়। বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবার। আদালত সূত্রের খবর সাক্ষ্য গ্রহণের সময়ই তাঁরা উপস্থিত থাকেন।

310
বৃন্দা গ্রোভারের বিদায়

বুধবারই আরজি করের মামলা দায়িত্ব ছেড়েছেন বৃন্দা গ্রোভার। তারপর আর একজন আইনজীবীর ওপর ভরসা রাখতে পারছেন না নির্যাতিতার বাবা ও মা।

410
ডাক্তারদের সংগঠনের উদ্যোগ

আরজি করের নির্যাতিতার পরিবারের জন্য আইনজীবী খুঁজে দেওয়ার দায়িক্ব নিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স।

510
জোড়া আইনজীবী

এখন থেকে আরজি করের নির্যাতিতার পরিবারের হয় মামলা লড়বেন রাজদীপ হালদার ও অমর্ত্য দে। নিম্ন আদালতে এরাই সামলাবেন আরজি কর মামলা।

610
বৃন্দা গ্রোভারের চলে যাওয়ার কারণ

বুধবার থেকেই আরজি কর মামলা থেকে সরে গেলেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, 'কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতির জন্য বাধা হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছি। গত তিন মাস ধরেই নিয়ম নীতি মেনেই আইনি সহায়তা দেওয়া হয়েছে। সিবিআই-এর সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।'

710
বৃন্দার বক্তব্য

বৃন্দা গ্রোভার বিবৃতি দিয়ে আরও বলেছেন, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কারণেই তিনি আরজি কর মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন।

810
বৃন্দার আগে বিকাশ

আরজি কর খুন ও ধর্ষণকাণ্ডে বৃন্দা গ্রোভারের আগে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ করেছিল নির্যাতিতার পরিবার। পরে বৃন্দাকে দায়িত্ব দেন তাঁরা। এবার জোড়া আইনজীবীর ওপর ভরসা রাখছেন পরিবারের সদস্যরা।

910
নিয়মিত শুনানি

আদালতের নির্দেশেই আরজি কর মামলার নিয়মিত শুনানি হচ্ছে শিয়ালদহ আদালতে। ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি হয়।

1010
বিচারপ্রক্রিয়া শুরু

১১ নভেম্বর থেকে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos