হাওড়া ময়দান - এসপ্ল্যনেড রুটে মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর। বদল হচ্ছে সময়সূচিতে। পাশাপাশি কমানো হচ্ছে মেট্রো রেল বা পরিষেবার সংখ্যাও।
Saborni Mitra | Published : Dec 12, 2024 9:44 PM / Updated: Dec 13 2024, 10:05 AM IST
এসপ্ল্যনেড -হাওড়া ময়দান
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, গঙ্গা নদীর তলা দিয়ে চলে মেট্রো রেল। কলকাতা মেট্রোর অন্যতম আকর্ষণ বলা যেতে পারে। কিন্তু এই রুটের যাত্রীদের জন্য এবার খাবার খবর।
বছর শেষে খারাপ খবর
এই রুটের যাত্রীদের জন্যই বছর শেষে খারাপ খবর। কারণে মেট্রো রেলের সময়সূচিতে বদল আনা হচ্ছে। পাশাপাশি কমছে পরিষেবার সংখ্যা।
বর্তমানে প্রতিদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ১৫০টি মেট্রো রেক বা চলাচল করে বা পরিষেবা চলে।
শনিবার থেকে বদল পরিষেবায়
শনিবার থেকে এই রুটের মেট্রো রেল পরিষেবায় বদল আছলে। একসঙ্গে কমছে ৩৬টি পরিষেবা।
চালু পরিষেবা
আগামী শনিবার থেকে আপ আর ডাউন লাইন মিলিয়ে ১১৪টি পরিষেবা চালু থাকবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
পরিষেবা কমানোর কারণ
মেট্রো রেল সূত্রের খবর মূলত হাওড়া ময়দান ও মহাকরণের মাঝে পরিষেবায় বদল আনা হচ্ছে। শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মাঝে মেট্রোর কাজের জন্য এই পরিষেবা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে সূচি অপরিবর্তিত থাকবে।
শনিবারের সূচি
পশ্চিমমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা ৮মিনিটে এবং শেষ মেট্রো মিলবে সন্ধ্যা ৭টা ৫৮মিনিটে। মহাকরণ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা ২০ মিনিটে এবং শেষ মেট্রো মিলবে রাত ৮টা ৮ মিনিটে।
শনিবারের সূচি
পশ্চিমমুখী সুড়ঙ্গে কেবলমাত্র যে সময়ে যাত্রীদের ভিড় বেশি থাকে, সেই সময়েই পরিষেবা চালু থাকবে। হাওড়া ময়দান থেকে মহাকরণের মাঝে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।
২০ মিটিনের গ্যাপ
এই সময়ে দু’টি মেট্রো পরিষেবার মাঝে ব্যবধান থাকবে ২০ মিনিটের। বাকি সময়ে পশ্চিমমুখী সুড়ঙ্গে কোনও পরিষেবা থাকবে না।
সূচিতে বদল
পূর্বমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫মিনিটে। শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৬মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো মিলবে ৭টা ১২ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পূর্বমুখী সুড়ঙ্গে ২০ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে।