Howrah Metro: শনিবার হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রোতে ওঠার আগে সাবধান! বদলে যাচ্ছে সূচি

হাওড়া ময়দান - এসপ্ল্যনেড রুটে মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর। বদল হচ্ছে সময়সূচিতে। পাশাপাশি কমানো হচ্ছে মেট্রো রেল বা পরিষেবার সংখ্যাও।

 

Saborni Mitra | Published : Dec 12, 2024 4:14 PM IST
110
এসপ্ল্যনেড -হাওড়া ময়দান

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, গঙ্গা নদীর তলা দিয়ে চলে মেট্রো রেল। কলকাতা মেট্রোর অন্যতম আকর্ষণ বলা যেতে পারে। কিন্তু এই রুটের যাত্রীদের জন্য এবার খাবার খবর।

210
বছর শেষে খারাপ খবর

এই রুটের যাত্রীদের জন্যই বছর শেষে খারাপ খবর। কারণে মেট্রো রেলের সময়সূচিতে বদল আনা হচ্ছে। পাশাপাশি কমছে পরিষেবার সংখ্যা।

Metro Rail: জুড়ে গেল নিউ গড়িয়া-বিমানবন্দরের ১২৫ মিটার পথ, ৬ বছর পরে কাটল জট

310
এখনও পর্যন্ত পরিষেবার সংখ্যা

বর্তমানে প্রতিদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ১৫০টি মেট্রো রেক বা চলাচল করে বা পরিষেবা চলে।

410
শনিবার থেকে বদল পরিষেবায়

শনিবার থেকে এই রুটের মেট্রো রেল পরিষেবায় বদল আছলে। একসঙ্গে কমছে ৩৬টি পরিষেবা।

510
চালু পরিষেবা

আগামী শনিবার থেকে আপ আর ডাউন লাইন মিলিয়ে ১১৪টি পরিষেবা চালু থাকবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

610
পরিষেবা কমানোর কারণ

মেট্রো রেল সূত্রের খবর মূলত হাওড়া ময়দান ও মহাকরণের মাঝে পরিষেবায় বদল আনা হচ্ছে। শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মাঝে মেট্রোর কাজের জন্য এই পরিষেবা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে সূচি অপরিবর্তিত থাকবে।

710
শনিবারের সূচি

পশ্চিমমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা ৮মিনিটে এবং শেষ মেট্রো মিলবে সন্ধ্যা ৭টা ৫৮মিনিটে। মহাকরণ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৯টা ২০ মিনিটে এবং শেষ মেট্রো মিলবে রাত ৮টা ৮ মিনিটে।

810
শনিবারের সূচি

পশ্চিমমুখী সুড়ঙ্গে কেবলমাত্র যে সময়ে যাত্রীদের ভিড় বেশি থাকে, সেই সময়েই পরিষেবা চালু থাকবে। হাওড়া ময়দান থেকে মহাকরণের মাঝে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।

910
২০ মিটিনের গ্যাপ

এই সময়ে দু’টি মেট্রো পরিষেবার মাঝে ব্যবধান থাকবে ২০ মিনিটের। বাকি সময়ে পশ্চিমমুখী সুড়ঙ্গে কোনও পরিষেবা থাকবে না।

1010
সূচিতে বদল

পূর্বমুখী সুড়ঙ্গে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫মিনিটে। শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৬মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো মিলবে ৭টা ১২ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পূর্বমুখী সুড়ঙ্গে ২০ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos