৩৮ হাজার টাকা বেতন বাড়ল বাংলার এই সরকারি কর্মীদের ? বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা নবান্নর

Published : Aug 22, 2025, 09:30 AM IST

বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট পাওয়ার পর এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন। একধাক্কায় ৩৮০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের। কারা পাবেন এই টাকা? তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা?

PREV
16

এই বছর রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে বড় আপডেট পাওয়ার পর এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন। একধাক্কায় ৩৮০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের।

26

কারা পাবেন এই টাকা? তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা? বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ বেতন বাড়ানো হবে ৩৮,০০০ টাকা। যত বছর কাজ করছে সেই হিসাবে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে।

36

হিসেব মত যদি কারোর ৫ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে ২০,০০০ টাকা দেওয়া হবে। এরপর ১০ বছরের অভিজ্ঞতা থাকলে ২৫,০০০ টাকা ও ১৫ বছর ধরে কাজ করলে ৩১,০০০ টাকা মাইনে দেওয়া হবে।

46

আর যদি কারোর ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ৩৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। ৬০ বয়স হওয়া অবধি এই বেতনক্রম বজায় থাকবে।

56

সম্প্রতি রাজ্য চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানা যাচ্ছে প্রাথমিকভাবে ২৫০০ টাকা ও তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বাড়বে বেতন।

66

আর নতুন এই বেতন ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। সুতরাং বকেয়া টাকাও অতিরিক্ত পাওয়া যাবে অ্যাকাউন্টে।

Read more Photos on
click me!

Recommended Stories