Salary Hike: ১৬ হাজার থেকে একলাফে ৩৮ হাজার! এপ্রিলেই বাড়ছে বেতন! নবান্নের দারুণ ঘোষণা

Published : Mar 12, 2025, 08:34 AM IST

একলাফে বেতন বাড়াল রাজ্য সরকার(West Bengal Govt)। আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসবে কড়কড়ে মোটা টাকা (Salary Hike)। দুর্দান্ত ঘোষণা করল নবান্ন (Nabanna)। বাংলার এই সরকারি কর্মীরা (West Bengal Govt employee) এপ্রিল থেকেই অতিরিক্ত টাকা পাবেন।

PREV
111

আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসবে কড়কড়ে মোটা টাকা।

211

এই কর্মীদের জন্য জমিয়ে বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার।

411

১৬ হাজার থেকে একলাফে ৩৮ হাজার! এপ্রিলেই বাড়ছে বেতন

511

নবান্নের তরফ থেকে জারি করা হতে পারে বিজ্ঞপ্তিও।

611

পশ্চিমবঙ্গ সরকার নবান্নের এক বিজ্ঞপ্তি অনুসারে, এই বছরের ১ জানুয়ারি থেকে এই কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি পাবে।

711

অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মীদের।

811

কোন কর্মীদের সোনায় সোহাগা?

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

911

জানা গিয়েছে, কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

1011

প্রাথমিকভাবে ২,৫০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারদের ন্যূনতম বেতন এখন প্রতি মাসে ১৬,০০০ টাকা হবে।

1111

৫, ১০, ১৫ এবং ২০ বছর ধরে কাজ করা ড্রাইভারদের জন্য নতুন বেতন স্কেল নিম্নরূপ হবে:

১২. ৫ বছরের অভিজ্ঞতা: ২০,০০০ টাকা

১০ বছরের অভিজ্ঞতা: ২৫,০০০ টাকা

১৫ বছরের অভিজ্ঞতা: ৩১,০০০ টাকা

২০ বছরের অভিজ্ঞতা: ৩৮,০০০ টাকা

click me!

Recommended Stories