আজ সন্ধ্যে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইস্ট - ওয়েস্ট মোট্রো পরিষেবা। ইউকএন্ডে বন্ধ থাকবে মেট্রো চলাচল। সমস্যায় পড়তে হবে যাত্রীদের।
210
শুক্রবার শেষ মেট্রো
মেট্রো রেলের নির্দেশিকা অনুযায়ী শুক্রবার এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে ৭টায়। শিয়ালদহ থেকে ৭টা ৩ মিনিটে। আর সল্টলেক সেক্টর ফাইভ তেকে ৭টা ৫ মিনিটে।
310
পুরোপুরি বন্ধ মেট্রো চলাচল
শনি ও রবিবার ইস্ট - ওয়েস্ট মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। হাওড়া বা শিয়ালদহ- কোথায় চলাচল করবে না মেট্রো।
সোমবার আবার চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। এসপ্ল্যানেড ও হাওড়া ময়াদান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা। শিয়ালদহ স্টেশন থেকে ৪টা ৫ মিনিটে। আর সল্টলেক সেক্টর ফাইভে সকাল ৮টা ১৫ মিনিটে।
510
পরিষেবা বন্ধ থাকার কারণ
বউবাজারে দুর্গা পিতুরি লেন এলাকার কাজ সম্পূর্ণ হয়েছে। আর সেই কারণে সিগন্যালিং-এর ব্যাবস্থায় পরিবর্তন করা হচ্ছে। তাই বন্ধ রাখা হচ্ছে যাত্রী পরিষেবা।
610
বউবাজার বিপর্যয়
২০১৯ সালে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন, বউবাজারে দুর্গা পিতুরি লেনে ঘটে যায় বড়সড় বিপর্যয়। মাটির নিচে মেট্রোর টালেন তৈরির সময় ফাটল ধরে যায়। তাই সেই সময় কাজ বন্ধ রাখা হয়েছিল।
710
কাজ শেষ হওয়ার আগেই পরিষেবা চালু
বউবাজার এলাকার কাজ শেষ হওয়ার আগেই পরিষেবা চালু করা হয়েছিল। কাটা সার্ভিস চালু ছিল।
810
কাটা সার্ভিস
এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশ বাদ দিয়ে এরপর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে শুরু হয় মেট্রো চলাচল।
910
দ্রুত চালু হতে পারে পুরো পরিষেবা
মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর এবার বউবাজার এলাকা জুড়ে যাবে। আর দ্রুত চালু হবে পুরো পরিষেবা। অনেকেই মনে করছেন পয়লা বৈশাখের আগেই ইস্ট- ওয়েস্ট মেট্রো যাত্রীরা সুখবর পেতেই পারেন।
1010
আড়াই দিনের কষ্ট ভোগ
গ্রিন লাইন পরিষেবা পুরোপুরি চালু করার জন্যই মার্চে আড়াই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলেও সূত্রের খবর। এর আগে ফেব্রুয়ারি মাসেও এজাতীয় কাজ হয়েছিল পরিষেবা বন্ধ রেখে।