শমীকের আমন্ত্রণ বিজেপির রাজ্য দফতরে দিলীপ, বৈঠকের পর বললেন, 'দিলীপ ঘোষের দাম আছে, থাকবে'

Published : Jul 08, 2025, 08:02 PM IST

এলেন দেখলেন আর জয় করলেন। সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে দিলীপ ঘোষের সফরকে এভাবেই ব্যাখ্যা করা যায়। 

PREV
110

এলেন দেখলেন আর জয় করলেন। সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে দিলীপ ঘোষের সফরকে এভাবেই ব্যাখ্যা করা যায়।

210

বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আমন্ত্রণে দিলীপ দীর্ঘ এক বছর বাদে পা রাখলেন। তেমনই গুঞ্জন বিজেপি শিবিরে।

310

শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীর ঘোষের বৈঠকও হয়। বৈঠক থেকে বেরিয়ে রীতিমত হুঙ্কার ছাড়েন দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দেন, 'দিলীপ ঘোষের দাম আছে, থাকবে। যাদের দাম থাকে তাদের নিয়েই জল্পনা হয়। যাদের দাম নেই তারা রাস্তায় গড়াগড়ি খায়।'

410

দলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত দিলীপ ঘোষ। কিন্তু দিঘায় জগন্নাথদেবের দর্শনের পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। দূরত্ব এতটাই বেড়েছিল যে দিলীপকে বাদ দেওয়ার নির্দেশও এসেছিল দিল্লি থেকে। তেমনই বলছে বিজেপির একটি সূত্র।

510

সব দূরত্ব ঘুচিয়ে দিতেই উদ্যোগী হন শমীক ভট্টাচার্য। যদিও সভাপতি হওয়ার পরই তেমনই ইঙ্গিত দিয়েছিলেন শমীক। আর এক সপ্তাহ যেতে না যেতেই দিলীপকে আমন্ত্রণ জানান দলের রাজ্য দফতরে।

610

দিলীপ ঘোষ সল্টলেকের রাজ্য দফতরে যেতেই স্লোগান ওঠে। 'দিলীপ ঘোষ স্বাগতম, বাংলার দামাল ছেলে দিলীপ ঘোষ স্বাগতম'- স্লোগান ওঠে। ফুল মিষ্টি নিয়ে হাজির দলের কর্মী ও দিলীপ অনুগামীরা। শমীকও দিলীপকে সাদরে অভ্যর্থনা জানান।

710

দিলীপও নতুন রাজ্য সভাপতির জন্য গেরুয়া উত্তরীয়, পদ্ম প্রতীকের মেমেন্টো নিয়ে এসেছিলেন। উপহার তুলে দেন প্রাক্তন সহকর্মী ও নতুন রাজ্য সভাপতির হাতে।

810

দিলীপের সঙ্গে একান্তে বৈঠকও করেন শমীক। বৈঠক সেরে বেরিয়ে দিলীপ ঘোষ সেলেবেল নয় বলে মন্তব্য করেন প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি শমীকেরও প্রশংসা করেন তিনি।

910

দিলীপ ঘোষ আরএসএস ঘনিষ্ট। রাজনীতির হাতেখড়ি আরএসএস থেকেই। তাঁর দিঘা সফর নিয়ে জটিলতা তৈরি হওয়ার পরেও আরএসএস নেতৃত্ব তলব করেছিল। সেখানেও তাঁকে সতর্ক করা হয়।

1010

দলে কোনঠাসা হলেও দিলীপ ঘোষ কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি করেননি। তিনি দলের নিচুতলার কর্মীদের সঙ্গে একাধিক কর্মীদের সঙ্গে দলের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আগের মতই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

Read more Photos on
click me!

Recommended Stories