CV Anand Bose: কসবা নিয়ে সরব রাজভবন, শিক্ষাঙ্গন কলুষিত করার চেষ্টা হলেই চরম ব্যবস্থা! হুঁশিয়ারি রাজ্যপালের

Published : Jul 07, 2025, 10:59 AM IST

Governor CV Anand on Kasba: কসবা আইন কলেজের এক ছাত্রীর উপর বর্বোরচিত ঘটনায় মুখ খুললেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা নিয়ে কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
17
কসবা নিয়ে সরব রাজভবন

দক্ষিণ কলকাতা আইন কলেজের অরাজক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। কলেজের প্রশাসনিক অবস্থার নিয়ে বেশ কিছুদিন ধরেই যে অশান্তি ও বিশৃঙ্খলা চলছিল, তা নিয়ে এবার সরব হল রাজভবন।

27
পক্ষপাত ছাড়াই প্রশাসন চালানোর নির্দেশ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন রাজ্যপাল। তিনি উপাচার্যকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থরক্ষা ও বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলির প্রশাসনিক কার্যক্রম যেন বিধি-বিধান মেনে পরিচালিত হয় — তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে “ভয় বা পক্ষপাত” ছাড়াই প্রশাসন চলা উচিত, এ কথা জোর দিয়ে বলেন তিনি।

37
শিক্ষা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা

পশ্চিমবঙ্গ এক সময় ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিল, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের জন্য সংগ্রামের পীঠস্থান — এই ঐতিহ্য মনে করিয়ে রাজ্যপাল বলেন, ‘’শিক্ষা কেবল চাকরির পথ নয়, বরং মানবিকতা, সহনশীলতা, এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার কেন্দ্র।'' 

47
কলেজের ভিতর সমাজবিরোধী কার্যকলাপে ক্ষুদ্ধ রাজ্যপাল

আইন কলেজে ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার ও তদন্তের ওপর জোর দিয়ে তিনি বলেন, “যে শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চার মন্দির, তা যেন সমাজবিরোধী কার্যকলাপের আশ্রয়স্থল না হয়ে ওঠে।”

57
রাজ্যপালের হুঁশিয়ারি

এদিন বাংলার রাজ্যপাল হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “যে কেউ, যতই ক্ষমতাশালী বা প্রভাবশালী হোক না কেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে জিম্মি করে রাখতে পারে না। আইন সবার উপরে।” তিনি ঐতিহাসিক টমাস ফুলারের উদ্ধৃতি দিয়ে বলেন, “Be ye never so high, the law is above you.”

67
নির্ভয়ে পড়াশোনা চালানোর আশ্বাস

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তায় রাজ্যপাল আশ্বস্ত করেন, তারা যেন নির্ভয়ে পড়াশোনা চালিয়ে যায় — কলেজ প্রশাসন, বিশ্ববিদ্যালয় এবং পুলিশ-প্রশাসন তাদের পাশে রয়েছে।

77
সিভি আনন্দের স্পষ্ট বার্তা

শুধু তাই নয়, ছাত্র সমাজকে উদ্দেশ্য করে রাজ্যপালের বার্তা, “যখনই শিক্ষা আক্রমণের শিকার হয়, সমাজকেই রুখে দাঁড়াতে হবে। কেউ যদি শিক্ষায় ‘পূর্ণবিরাম’ বসাতে চায়, তবে সমাজ ‘সেমিকোলন’ বসাবে — বার্তা হবে স্পষ্ট। থামো, না হলে থামিয়ে দেওয়া হবে। ফলাফল হবে বিধ্বংসী।”

Read more Photos on
click me!

Recommended Stories