সন্দীপের 'সেই' দেহরক্ষী সিবিআই-এর জালে, জানুন আফসর আলি খানের দাপট

আরজি করের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর দেহরক্ষী আফসর আলি খান। কিন্তু কে এই আফসর আলি খান? কেনই বা তাঁর 'দিদির' হুমকি ভাইরাল?

Saborni Mitra | Published : Sep 3, 2024 2:22 PM IST

সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি করের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই। তাঁর সঙ্গে বেশ কয়েক জনকেও গ্রেফতার করা হয়েছে তাঁরই নিরাপত্তারক্ষী আফসর আলি খান। কিছুদিন আগেই যার দাদাগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে সন্দীপের দেহরক্ষী 'মমতা বন্দ্য়োপাধ্যায়ে কথা উল্লেখ করেই' হুমকি দিয়েছিলেন বলেও মনে করছেন নেটিজেনরা।

কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই আফসর আলি খান- আরজি কর হাসপাতাল সূত্রের খবর সন্দীপ ঘোষের দেহরক্ষী ছিলেন। কিন্তু বেআইনিভাবে গোটা হাসপাতাল জুড়েই ছিল তাঁর অবাধ বিচরণ। ধরাকে সরাজ্ঞান করতেন না। ছাত্র, শিক্ষক, অধ্যাপক কিছুই মানতেন না। সময় অসময় গলা তুলে সুর চড়িয়ে কথা বলতেন।

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় লকেট একটি ৪০ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। সেখানে একজন ব্লু শার্ট পরা ব্যক্তিকে কোনও একটি অফিসে অনেকের সঙ্গে কথা বলছেন। সেখানে তিনি 'দিদি' নামে কোনও এক মহিলার কথা বলছেন। ব্লু শার্ট পরা ব্যক্তি আরও বলেছেন, তাঁর সম্পর্কে জানতে দিদিকে ফোন করতে হবে। দিদির নম্বর থাকলে তারা ফোন করে জেনে নিতে পারেন। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

 

 

ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি চিকিৎসক মানস বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথোপকথনের। তিনি বর্তমানে আরজি করের অধ্যক্ষ হয়েছে। আফসর আলি খান কর্মী না হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মানস বন্দ্যোপাধ্য়ায়। তারই উত্তর দিতে গিয়ে মেজাজ হারান আফসর আলি খান।

সিবিআই আফসার আলি খানকে সন্দীপের সঙ্গেই গ্রেফতার করেছে। সিবিআই তার কাছথেকেও গোপন তথ্য পেতে পারে বলেও সূত্রের খবর। এবার প্রশ্ন সন্দীপের বেইআইনি কাজ কারবার সম্পর্কে কতটা জানে এই আফসার আলি খান- যা জানতে আগ্রহী রাজ্যের মানুষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari
'লাইভ স্ট্রিমিং-য়ে কীসের সমস্যা মুখ্যমন্ত্রীর?' বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা | R G Kar
এবার রাষ্ট্রপতির কাছে চিঠি জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন আন্দোলনরত ডাক্তাররা | R G Kar
'আপনি চটিটা কম চাটুন' কাকে বললেন শুভেন্দু অধিকারী? Suvendu Adhikari | R G Kar Protest
১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal