সিবিআই-এর তলবে চতুর্থবার হাজিরা, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষর উপর চাপ বাড়ছে?

সল্টলেকের রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে গেলেও, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও গ্রেফতার করেনি সিবিআই। তবে তাঁকে বারবার জেরা করা হচ্ছে।

Soumya Gangully | Published : Aug 19, 2024 6:08 AM IST / Updated: Aug 19 2024, 01:10 PM IST

শুক্রবার সল্টলেকের রাস্তা থেকে গাড়িতে তুলে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেদিন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জেরা করার পর সন্দীপকে ছেড়ে দেয় সিবিআই। এরপর তাঁকে ফের তলব করা হয়। সোমবার সকালে চতুর্থবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ। এদিন কিছু নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। তিনি অবশ্য সিবিআই আধিকারিকদের সব প্রশ্নের জবাব ঠিকমতো দিয়েছেন কি না স্পষ্ট নয়। বারবার কেন সন্দীপকে জেরা করছে সিবিআই, সেটাও স্পষ্ট নয়। সন্দীপ দাবি করছেন, তিনি সিবিআই তদন্তে সহযোগিতা করছেন। যদিও সিবিআই আধিকারিকরা এ বিষয়ে কিছু জানাননি। বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে, সন্দীপকে এবার গ্রেফতার করা হতে পারে।

সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ

Latest Videos

শুক্রবার সন্দীপকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। এরপর শনিবার, রবিবারও আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হয়। এরপর সোমবারও সন্দীপকে জেরা করা হচ্ছে। তদন্তে কতটা অগ্রসর হতে পারলেন সিবিআই আধিকারিকরা, সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। এরই মধ্যে রবিবার রাতে সন্দীপের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। বহু মানুষ আর জি করের ঘটনার প্রতিবাদে সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেন।

আদালতের দ্বারস্থ সন্দীপ

সন্দীপের দাবি, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। যদিও আদালতে গিয়ে তাঁর বিশেষ লাভ হয়নি। আগাম জামিনের আবেদনেও সাড়া দেয়নি আদালত। ফলে সন্দীপের উপর চাপ বেড়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশের প্রভাবেই আর জি কর নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ? উত্তর হাতড়াচ্ছে শাসক দল

'নির্বিচারে গ্রেফতারের প্রতিবাদ করুন,' ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের আহ্বান তৃণমূল সাংসদের

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today