সিবিআই-এর তলবে চতুর্থবার হাজিরা, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষর উপর চাপ বাড়ছে?

সল্টলেকের রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে গেলেও, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও গ্রেফতার করেনি সিবিআই। তবে তাঁকে বারবার জেরা করা হচ্ছে।

শুক্রবার সল্টলেকের রাস্তা থেকে গাড়িতে তুলে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেদিন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জেরা করার পর সন্দীপকে ছেড়ে দেয় সিবিআই। এরপর তাঁকে ফের তলব করা হয়। সোমবার সকালে চতুর্থবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ। এদিন কিছু নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। তিনি অবশ্য সিবিআই আধিকারিকদের সব প্রশ্নের জবাব ঠিকমতো দিয়েছেন কি না স্পষ্ট নয়। বারবার কেন সন্দীপকে জেরা করছে সিবিআই, সেটাও স্পষ্ট নয়। সন্দীপ দাবি করছেন, তিনি সিবিআই তদন্তে সহযোগিতা করছেন। যদিও সিবিআই আধিকারিকরা এ বিষয়ে কিছু জানাননি। বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে, সন্দীপকে এবার গ্রেফতার করা হতে পারে।

সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ

Latest Videos

শুক্রবার সন্দীপকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। এরপর শনিবার, রবিবারও আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হয়। এরপর সোমবারও সন্দীপকে জেরা করা হচ্ছে। তদন্তে কতটা অগ্রসর হতে পারলেন সিবিআই আধিকারিকরা, সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। এরই মধ্যে রবিবার রাতে সন্দীপের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। বহু মানুষ আর জি করের ঘটনার প্রতিবাদে সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেন।

আদালতের দ্বারস্থ সন্দীপ

সন্দীপের দাবি, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। যদিও আদালতে গিয়ে তাঁর বিশেষ লাভ হয়নি। আগাম জামিনের আবেদনেও সাড়া দেয়নি আদালত। ফলে সন্দীপের উপর চাপ বেড়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশের প্রভাবেই আর জি কর নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ? উত্তর হাতড়াচ্ছে শাসক দল

'নির্বিচারে গ্রেফতারের প্রতিবাদ করুন,' ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের আহ্বান তৃণমূল সাংসদের

Share this article
click me!

Latest Videos

Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News