RG Kar Case: 'একটা প্রমাণ দেখাক!' আদালতে সন্দীপ ঘোষের হয় কেন এমন সওয়াল সিবিআই আইনজীবীর

Published : Nov 04, 2024, 10:03 PM IST
sandip

সংক্ষিপ্ত

আদালতে সন্দীপের আইনজীবী বলেন, 'একটা প্রমাণ দেখাক!'আইনজীবী বলেন, তাঁর ভাবমূর্তি খুন্ন করা হচ্ছে। 

আরজি কর হত্যাকণ্ডে চার্জ গঠন হয়েছে। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারা দেওয়া হয়েছে। কিন্তু আদালতেও সিবিআই-এর আইনজীবী সওয়াল করেন, এই ঘটনায় সঞ্জয় রায় একাই যুক্ত , এই কথা তারা বলছেন না। আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। কিন্তু এদিনই আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের যে দাবি উঠেছে তার কোনও প্রমাণ সিবিআই-এর হাতে নেই।

আদালতে সন্দীপের আইনজীবী বলেন, 'একটা প্রমাণ দেখাক!' সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, 'জামিনের আবেদন করছি। প্রথমে চার্জশিটে শুধুই ধর্ষণ ও খুনের কথা বলা হয়েছে। এখন প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। এরটা প্রমাণ দেখাক ' অন্যদিকে এদিন আদালতে সিবিআই এদিন স্পষ্ট করে দিয়েছে সন্দীপ ও অভিজিৎকে তার ক্লিনচিট দিচ্ছে না। তদন্ত রয়েছে। সন্দীপ আর অভিজিৎ ঘটনার পরে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। বলা হয়েছে দুজনের যোগাযোগ ছিল।

অন্যদিকে এদিন আদালতে সন্দীপের আইনজীবী আরও বলেন, 'সংবাদমাধ্যম আমার মক্কেলের (সন্দীপ ঘোষ) যা ভাবমূর্তি তৈরি করেছে, তাতে যদি বলা হয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার জন্য ওসামা বিন লাদেনকে প্রশিক্ষণ দিয়েছিলেন সন্দীপ ঘোষ, বাংলার মানুষ সেটাই বিশ্বাস করবে।' তবে সন্দীপের বিরুদ্ধে শুধু আরজি কর খুন ও ধর্ষণ মামলাতেই অভিযোগ আছে এমনটা নয়, তাঁর বিরুদ্ধে আরজি করের আর্থিক কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে। আর্থিক কেলেঙ্কারি কাণ্ডেই তাঁকে প্রথম গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে খুন ও ধর্ষণকাণ্ডে গ্রেফতার করা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ