আর জি কর মেডিক্যাল কলেজে খুন ও ধর্ষণ মামলায় চার্জ গঠন করা হল। সোমবার শিয়ালদা আদালতে চার্জ গঠন হওয়ার পর শুনানি শুরু হতে চলেছে।
সোমবার শিয়ালদা আদালতে আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় চার্জ গঠনের পর নিজেকে নির্দোষ বলে দাবি করল মূল অভিযুক্ত সঞ্জয় রায়। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর সঞ্জয়কে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয়। কলকাতা পুলিশের পর সিবিআই-ও সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কিন্তু সঞ্জয়ের দাবি, 'আমি পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপচাপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও ভয় দেখিয়েছে। আমি নির্দোষ।'
সঞ্জয়কে আদালতে পেশ
সোমবার চার্জ গঠনের জন্য সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। এদিন শিয়ালদা আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এদিন দুপুর দুটো নাগাদ চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। সিবিআই প্রথম চার্জশিট পেশ করার ২৭ দিন পর চার্জ গঠন করা হল। এদিন চার্জ গঠন করা হলেও, আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সঞ্জয়। এরপর আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সে।
আগামী সপ্তাহে শুরু শুনানি
সোমবার শিয়ালদা আদালতে চার্জ গঠনের পর জানানো হয়েছে, ১১ নভেম্বর শুনানি শুরু হবে। রোজ শুনানি চলবে। কলকাতা পুলিশের পর সিবিআই-ও সঞ্জয়কেই একমাত্র ধর্ষক ও খুনি বলে দাবি করেছে। তার বিরুদ্ধে আদালতে প্রমাণও পেশ করেছে সিবিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Big Breaking: আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের চার্জ গঠন সঞ্জয় রায়ের বিরুদ্ধে
কোন পুলিশ অফিসার সেই রাতে সঞ্জয় রায়কে ডেকেছিল? সিবিআই-এর হাতে বড় তথ্য