'চাদরে মোড়া চিকিৎসকের রক্তাক্ত দেহ...', জেল থেকে আইনজীবীকে একি বললেন আরজি করের সঞ্জয়

আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যা ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় প্রথমবারের মতো তাঁর আইনজীবীর সাথে সাক্ষাৎ করেছেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। আইনজীবী কবিতা সরকার জানিয়েছেন যে সঞ্জয় তাকে ঘটনার রাতের বিবরণ দিয়েছেন

Saborni Mitra | Published : Sep 2, 2024 3:40 PM IST

সঞ্জয় রায়, আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যা ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত। এই প্রথম তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন। কথা বলেছেন। নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য় দিয়েছেন সঞ্জয় রায়। তেমনই দাবি আইনজীবী কবিতা সরকার। আইনজীবীর দাবি সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পাশাপাশি পলিগ্রাফ টেস্ট সম্পর্কেও সঞ্জয় তাঁকে বিস্তারিত জানিয়েছেন।

সঞ্জয় রায়ের সঙ্গে তাঁর আইনজীবী কবিতা সরকার প্রেসিডেন্সি জেলে দেখা করতে। এটাই ছিল তাঁর প্রথম সাক্ষাৎকার। জেলে থেকে বেরিয়ে এসে কবিতা সঞ্জয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎকার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। কবিতা জানিয়েছেন, সঞ্জয় তাঁকে বলেছেন, আরজি কর কাণ্ডে তিনি দোষী নন। কবিতা জানিয়েছেন, সঞ্জয়ে সেই অভিশপ্ত রাত সম্পর্কেও তাঁকে বিস্তারিত জানিয়েছেন। কবিতার দাবি, 'সঞ্জায় আমাকে বলেছে সে নির্দোষ। সেই রাতে সে সেমিনার রুমে নিহতের রক্তাক্ত দেহ ঢাকা দেওয়া অবস্থায় প্রথমে দেখিছিল। ভয় পেয়ে গিয়েছিল। ' কবিতার দাবি, সঞ্জয়কে সিবিআই এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল। সিবিআই জিজ্ঞাসা করেছিল, যে যদি প্রথম মৃতদেহ দেখে তাহলে কেন পুলিশকে জানায়নি। তার উত্তরে সঞ্জয় বলেছিল, সে মৃতদেহ দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বিষয়টা এড়িয়ে গিয়েছিল।

Latest Videos

কবিতা জানিয়েছেন, সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টে ১০টি প্রশ্ন করা হয়েছে। কবিতা জানিয়েছেন, সিবিআই সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিল, 'খুনের পরে সে কী করেছিল।' কবিতা জানিয়েছেন, সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। সঞ্জয় নিহত চিকিৎসককে চিনতই না। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরজি কর কাণ্ডে প্রথমেই কলকাতা পুলিশ গ্রেফতার করে সন্দীপ ঘোষকে। তারপরে তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। সন্দীপকে ঘটনার রাতে সেমিনার রুমে যেতে আর বেরিয়ে আসতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। সন্দীপের হেডফোনও পাওয়া গেছে সেমিনার রুমে। তেমনই দাবি করেছে তদন্তকারীরা। সূত্রের খবর সন্দীপের সঙ্গে ডিএনএ মিলে গেছে নির্যাতিতার। আরজি কর কাণ্ডে এতদিন পর্যন্ত তিনি ছিলেন একমাত্র ধৃত। সোমবার সিবিআই গ্রেফতার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি