ব্যাঙ্কক থেকে কলকাতাগামী বিমানে যাত্রীদের মধ্যে মারামারি হয়। এক বিমান পরিচালক মারামারি থামাতে ব্যর্থ হন। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ব্যাঙ্কক থেকে কলকাতা যাওয়ার বিমানে যাত্রীদের মধ্যে মারামারির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একদল যাত্রীকে বিমানের মধ্যেই হাতাহাতি করতে দেখা গেছে। যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। ব্যাঙ্কক থেকে কলকাতাগামী একটি বিমানের কয়েকজন যাত্রী বিমানের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে , যা নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতেই থাই স্মাইল এয়ারওয়েজের একটি বিমানে এই ঘটনা ঘটেছে বলে বিমান বন্দর সূত্রে জানা গেছে। সেই ঘটনার কয়েকটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লিপটিতে কয়েকজন সহ-যাত্রীকে একে অপরকে মারামারি করতে দেখা গেছে। এক যাত্রীর সঙ্গে বেশ কয়েকজন যাত্রী বচসায় জড়িয়ে পড়ে। তারপরই এক যাত্রীকে সহযাত্রীরা ধরে পেটাতে শুরু করে। এক ফ্লাইট পরিচালক পরিস্থিতি সামাল দেওয়ার অনেক চেষ্টা করেছেন। কিন্তু তিনি ব্যর্থ হন। যাত্রীরা বিমানের মধ্যেই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। বিমানের বাকি যাত্রী আর কেবিনক্রুরা সেই মারামারি দেখতে থাকেন। অনেকেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে যায়।
কলকাতার বাসিন্দা এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যেখানে বিমানের যাত্রীরা মারামারি করছিল তার ঠিক পাশেই তিনি তার বৃদ্ধ মাকে নিয়ে বসেছিলেন। মারামারির কারণে তিনি তাঁর মাকে নিয়ে চিন্তিত হয়ে যান। তিনি আরও জানিয়েছেন যাত্রীদের মধ্যে এজাতীয় হিংসা কাম্য নয়। তবে যাত্রীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তির কারণ তাঁর কাছে স্পষ্ট নয় বলেও জানিয়েছেন। মঙ্গলবার ভোরবেলা বিমানটি কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।
তবে এই ঘটনার কথা কলকাতা বিমান বন্দরে রিপোর্ট করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। কারণ কলকাতা বিমান বন্দর এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি। অন্যদিকে ব্যাঙ্ককের থাই স্মাইলই এয়ারওয়েজের পক্ষ থেকেও এই বিষয় কিছু জানান হয়নি। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিমানের মধ্যে যাত্রীদের অসহিষ্ণ আচরণ করতে দেখা গেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে যাত্রীদের।
আরও পড়ুনঃ
চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার, মারধর করার হুঁশিয়ারি