শুক্রবার থেকে রাজ্যে নামবে পারদ! তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে! আসছে হাড় কাঁপানো ঠাণ্ডা

আগামী দুই দিনের মধ্যেই দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার (West Bengal Weather) পতন হতে দেখা যেতে পারে! হু হু করে নাকি নামবে তাপমাত্রার পারদ! জানুন আবহাওয়ার আপডেট।

Parna Sengupta | Published : Jan 9, 2025 5:01 PM
110

অগ্রহায়ণের শেষের দিকে এই রাজ্যে শীতের কামড় টের পেয়েছিলেন সাধারণ মানুষ। তবে মাঝখানে তাপমাত্রা বেড়েছে। দোসর সেই পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ।

210

এদিকে জানুয়ারির শুরুতে পারদ বেশ কমছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আবার ছন্দ কেটে দেয়।

310

ফলে ফের উপরে উঠতে শুরু করে পারদ। তবে কী শীত বিদায়ের পথে?

410

অন্য কথা বলছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্বাভাস, আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি।

510

যে ঠান্ডা পড়বে তা আগামী ৩ দিন থাকবে। অর্থাৎ আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শীতের অভাব হবে না।

610

মকর সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের একটা বড় অংশে শৈত্যপ্রবাহ ভাল হতে পারে। একই পূর্বাভাস হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও

710

সেখানেও আগামী ২ দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। যা আগামী ৩ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

810

যাইহোক, আপাতত দক্ষিণের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

910

এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে মোটা জামা গায়ে দিতে ভুলবেন না।

1010

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই গরম পড়লেও শীত যে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে তা নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos