Chitpur Couple Murder Case: ১০ বছর আগে বৃদ্ধ দম্পতি খুনে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

Published : Jul 02, 2025, 05:14 PM IST
Sealdah court

সংক্ষিপ্ত

West Bengal News: কলকাতায় জোড়া খুনে আসামিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

West Bengal News: ২০১৫ সালের চিৎপুর থানা এলাকার ভয়াবহ জোড়া খুনের ঘটনায় শেষমেশ ন্যায় পেল নিহতের পরিবার। দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর ১ জুলাই, ২০২৫-এ শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস অভিযুক্ত সঞ্জয় সেন ওরফে বাপ্পা-কে (৩৫) ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৯৪ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

ঘটনার সূত্রপাত ১৬ জুলাই, ২০১৫-এ। দুপুর ১টা ৫০ মিনিটে চিৎপুর থানার ইন্দ্রলোক হাউসিং এস্টেটের একটি ফ্ল্যাটে প্রবল দুর্গন্ধ ও দরজা বন্ধ অবস্থায় পুলিশ প্রবেশ করে দেখতে পায়, প্রাণ গোবিন্দ দাস (৭৭) এবং তাঁর স্ত্রী রেনুকা দাস (৭৭) – দুইজনকেই ফ্ল্যাটের আলাদা ঘরে রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তদন্তে জানা যায়, প্রচুর সোনার গহনা ও নগদ অর্থ লোপাট হয়েছিল।

এরপর এই খুনের মামলাটি নিহতদের ভাগ্নে পার্থ সেনের অভিযোগের ভিত্তিতে রুজু করা হয়। পোস্টমর্টেমে স্পষ্ট হয়, উভয়ের মৃত্যু পূর্ব পরিকল্পিত ও নির্মম হত্যার ফল। হোমিসাইড স্কোয়াডের তদন্তে অভিযুক্ত সঞ্জয় সেনকে গ্রেফতার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুসারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে উদ্ধার হয় লুণ্ঠিত গহনা ও প্রায় ১,৮৭,০০০ নগদ টাকা। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার পাইপ ও রক্তমাখা জামাকাপড়ও উদ্ধার হয় তাঁর বাড়ির কাছে একটি পুকুর থেকে।

জানা গিয়েছে, আততায়ী ওই দম্পতির পূর্ব পরিচিত। বাপ্পাকে সন্তান স্নেহেই দেখতেন তাঁরা। বিচারক আসামির উদ্দেশে বলেন, ''আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। জোড়া খুনের অপরাধে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আজ, বুধবার সাজা ঘোষণা হবে। বিচারক আসামির উদ্দেশে বলেন, আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। জোড়া খুনের অপরাধে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আজ, বুধবার সাজা ঘোষণা হবে।'' সরকারি আইনজীবী সন্দীপ ভট্টাচার্য বলেন, ‘যুবকের মাছের ব্যবসা ভালো না চলায় তাকে একটি রিকশা কিনে দিয়েছিলেন ওই দম্পতি। সেই সময় ওই ফ্ল্যাটে অবারিত দ্বার ছিল বাপ্পার। তার প্রতিদান হিসেবে জুটেছে ওই নিষ্ঠুর ঘটনা। আমরা অপরাধীর চরম সাজা চাইছি।’

মামলার তদন্তকারী অফিসার ছিলেন হোমিসাইড স্কোয়াডের এসআই জগবন্ধু গড়াই। প্রায় ৩০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং ২ জুলাই, ২০২৫-এ রায় ঘোষণায় বলেন,"… To Be Hanged From The Neck Until Dead" — অর্থাৎ তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো। বিচার মিললো চিৎপুর জোড়া হত্যাকাণ্ডের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের