গরমে ঘেমেনেয়ে অফিস যাওয়ার দিন শেষ! অগাস্টেই শুরু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা

Published : Aug 04, 2025, 02:36 PM IST

Sealdah Ranaghat AC Local Train: গরমে ঘেমেনেয়ে অফিসে যাওয়ার দিন বোধহয় এবার শেষ হতে চলল। চলতি মাসেই শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা। কোন কোন রুটে মিলবে এই সার্ভিস? বিশদে জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।। 

PREV
15
কবে থেকে শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা?

চলতি মাসের ১০ অগাস্ট থেকে শুরু হতে পারে এসি লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেন।। রানাঘাট থেকে সকালবেলা অফিস টাইমে এই ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে এবং শিয়ালদহ থেকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এই এসি লোকাল ট্রেন। মূলত যে টাইমে সবথেকে বেশি ভিড় থাকে সেই সময় চলবে এই এসি লোকাল ট্রেন। এই পরিষেবার শুরুর দিন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ একাধিক সাংসদরা। খবর রেলওয়ে সূত্রে। 

25
শিয়ালদহ-রানাঘাট রুটে চালু হতে চলেছে এসি লোকাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে শিয়ালদহ ডিভিশনে। খুব শীঘ্রই যাত্রীদের জন্য শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অগাস্ট এই আধুনিক ট্রেন পরিষেবার উদ্বোধন হতে পারে। যদিও এখনও সরকারি ভাবে চূড়ান্ত ঘোষণা হয়নি। প্রাথমিকভাবে এই এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাট রুটে চলবে। আধুনিক এই ট্রেনে থাকবে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং সিস্টেম-এর মতো উন্নত প্রযুক্তি। নিরাপত্তা ও যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ।

35
ভাড়া ও টিকিট সংক্রান্ত তথ্য

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট শাখায় কৃষ্ণনগর পর্যন্ত আপাতত মিলবে আপ ও ডাউন লাইনে এই পরিষেবা। এর জন্যও রেলের তরফে যাত্রীদের জন্য ভাড়াও নির্দিষ্ট করা হয়েছে। তবে সাধারণ লোকাল ট্রেনের থেকে এসি লোকাল ট্রেনের ভাড়া একটু বেশিই হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

১০ কিমি পর্যন্ত ভাড়া: ২৯ টাকা। 

১১-১৫ কিমি রেঞ্জের জন্য ভাড়া: ৩৭ টাকা

মাসিক পাসের দাম: ৫৯০ টাকা থেকে ৭৮০ টাকা পর্যন্ত। তবে (দূরত্বভিত্তিক)। 

45
এসি ট্রেনের ভাড়া প্রায় সাতগুণ বেশি!

অন্যদিকে, নন-এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া যেখানে মাত্র ৫ টাকা সেখানে এসি ট্রেনের ভাড়া প্রায় সাতগুণ বেশি। তবুও, রেল কর্তৃপক্ষের মতে, ট্যাক্সি বা প্রাইভেট গাড়ির তুলনায় অনেকটাই সাশ্রয়ী এবং আরামদায়ক হবে এই যাত্রা। সেই কারণে, এই ট্রেন যথেষ্ট জনপ্রিয় হবে বলেই আশাবাদী তারা। এখন শুধু যাত্রী নিয়ে রওনা দেওয়ার অপেক্ষা। 

55
সাধারণ টিকিট কেটে ওঠা যাবে না এসি লোকাল ট্রেনে?

সাধারণ (নন-এসি) লোকালের টিকিট কেটে এসি ট্রেনে চড়া যাবে না। এই নিয়ম ভাঙলে এসি ট্রেনের সর্বোচ্চ ভাড়ার সঙ্গে ২৫০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে। এজন্য বিশেষ চেকিং-এর ব্যবস্থাও থাকবে বলে রেল সূত্রে জানা গেছে। রেল দফতর সূত্রে খবর, মুম্বইয়ের এসি লোকাল ট্রেনের মতোই শিয়ালদহ-রানাঘাট রুটে এই পরিষেবা ধীরে ধীরে জনপ্রিয়তা পাবে। রোজকার অফিস যাত্রী, ছাত্রছাত্রী ও মধ্যবিত্তের জন্য এটি হতে পারে আরামদায়ক এবং কার্যকরী বিকল্প। নির্ধারিত দিনে উদ্বোধন হলে, এটি হতে চলেছে শিয়ালদহ ডিভিশনের এক নতুন মাইলফলক। 

Read more Photos on
click me!

Recommended Stories