রাজ্যের সরকারি কর্মীদের সুখবর। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে আবার উঠছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। সুপ্রিম কোর্টে সোমবার ৪ অগস্ট হতে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। তবে প্রথম দিনেই যথেষ্ট চাপে পড়তে পারে রাজ্য সরকার। কারণ প্রথম দিনেই সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলা। সুপ্রিম কোর্টের প্রকাশিত অফিস রিপোর্ট অনুযায়ী এই মামলাটিকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে।
25
তালিকায় প্রথম
সুপ্রিম কোর্টের সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটিকে অবমাননার মামলাগুলির তালিকায় প্রথমে রাখা হয়েছে। তাই ওয়াকিবহাল মহল মনে করছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রিপোর্টে তিনটি সংস্থার দ্বারা দায়ের করা আদালত অবমাননার আবেদনগুলিকে ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিও শুনানির জন্য উঠবে।
35
মামলার কারণ
সুপ্রিম কোর্ট মে মাসে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্য় সরকারি কর্মীদের বকেয়া ডিএ ২5% মিটিয়ে দিতে। রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি। তারপরই রাজ্যের সরকারি কর্মীরা আদালত অবমাননার মামলা করে। সেই মামলার শুনানি হতে পারে আগামিকাল। যা নিয়ে উৎসাহী রাজ্যের সরকারি কর্মীরা।
সুপ্রিম কোর্ট ডিএ নিয়ে রাজ্য সরকারকে নতুন নির্দেশ দিতে পারে।
ডিএ মিটিয়ে দেওয়ার নতুন সময়সীমা বেধে দিতে পারে।
রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে।
তবে রাজ্য ও রাজ্যের সরকারি কর্মীদের যুক্তির ওপর অনেক কিছু নির্ভর করছে।
55
কর্মীদের প্রত্যাশা
রাজ্যের সরকারি কর্মীদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে। দীর্ঘ দিন ধরে চলা এই মামলার নিষ্পত্তি হতে পারে বলেও আশাবাদী রাজ্যের একাংশ। রাজ্যের সরকারি কর্মীরা ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।