সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণের কাজ

Published : Dec 12, 2025, 09:03 AM IST

রক্ষণাবেক্ষণের কাজের জন্য চলতি সপ্তাহে ১৪ ডিসেম্বর, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সেতুর কেবল বদলানোর কাজ চলছে, যার জন্য কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচলের বিকল্প পথের নির্দেশ দিয়েছে।

PREV
15

রক্ষণাবেক্ষণ-সহ একাধিক কাজ চলছে। দীর্ঘদিন ধরে চলছে কাজ। শেষ হওয়া সময়ের অপেক্ষা। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখে ছুটির দিনে করা হচ্ছে কাজ। চলতি সপ্তাহে ফের রবিবার ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

25

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রবিবার ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের জন্য বন্ধ থাকবে যান চলাচল। তাহলে কোন বিকল্প পথে যাতায়াত হবে? সেকথাও জানিয়ে দিল প্রশাসন। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তিতে আছে তারই উল্লেখ।

35

প্রসঙ্গত ১৯৯২ সালে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও এখনও কেবল, বিম বদলানো হয়নি। সেতুর সুস্বাস্থ্য বজায় রাখতে এবার সেই কাজ চলছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআরবিসি কর্তৃপক্ষের অধীন। মোট ১৫২টি কেবলের মধ্যে ১৯টি ঝুলন্ত কেবল পরিবর্তন করা হচ্ছে।

45

সূত্রের খবর, প্রতিটি কেবল বদলের জন্য মাসখানের সময় লাগে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে এই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রবিবার হবে কাজ। সে কারণে বন্ধ থাকবে ব্রিজ। 

55

কলকাতা ও হাওড়া সংযোগকারী এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার গাড়ি যায় এখান দিয়ে। সে কারণে সপ্তাহের কোনও ব্যস্ততম দিকে ব্রিজ সারাই-র কাজ করা সম্ভব হচ্ছে না। শেষ কয় সপ্তাহ ধরে শনি বা রবিতে কাজ চলছে। এই সপ্তাহে ফের রবিবার কাজ হবে। রবিবার ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে ব্রিজ।

Read more Photos on
click me!

Recommended Stories