Purba Medinipur: প্রতিশ্রুতি দিয়ে গায়েব মমতার সাংসদ দেব! বেহাল রাস্তা ঠিক না হওয়ায় পথে নামল উত্তাল জনতা

পাঁশকুড়া–মাইসোরা–যশোড়া পর্যন্ত প্রায় ২২ কিমি রাস্তার বেহাল অবস্থা। সাংসদ দেব আশ্বাস দিলেও আজও কাজের কাজ হয়নি। দু’বার পথ অবরোধ করেও ফল হয়নি কিছু বলে অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ে আবারও পথ অবরোধে নামলেন স্থানীয় মানুষজন।

Share this Video

পাঁশকুড়া–মাইসোরা–যশোড়া পর্যন্ত প্রায় ২২ কিমি রাস্তার বেহাল অবস্থা। সাংসদ দেব আশ্বাস দিলেও আজও কাজের কাজ হয়নি। দু’বার পথ অবরোধ করেও ফল হয়নি কিছু বলে অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ে আবারও পথ অবরোধে নামলেন স্থানীয় মানুষজন।

Related Video