৪৮ ঘন্টায় আবহাওয়ার ভোলবদল, বাড়বে গরম, তবে কি বিদায় নিল শীত? কী বলছে হাওয়া অফিস
আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। উত্তুরে হাওয়া কমলেও বাড়বে পুবালি হাওয়ার দাপট।
Sayanita Chakraborty | Published : Jan 22, 2025 6:27 AM / Updated: Jan 22 2025, 06:35 AM IST
বাড়বে কুয়াশার দাপট। আগামী ৪৮ ঘন্টায় বিরাট পরিবর্তন হবে আবহাওয়া। জানাল আবহাওয়া দফতর।
বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে পাহাড়ে। উত্তিরে হাওয়ার দাপট কমলেও বাড়বে পুবালি হাওয়ার দাপট।
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা হবে বৃষ্টি।
বুধবার অর্থাৎ আজ সকাল থেকে কুয়াশার ঘনঘটা বাড়বে। কুয়াশা নিয়ে সতর্কতা জারি করল মালদহ, দুই দিনাজপুর ও কোচবিহারে।
দক্ষিণবঙ্গেরও ঘন কুয়াশার সতর্কতা জারি করল হাওয়া অফিস। কুয়াশা বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোতে।
আজ দক্ষিনবঙ্গের জেলায় থাকবে ঘন কুয়াশা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে থাকবে কুয়াশার দাপট।
কুয়াশা থাকবে মুর্শিদাবাদ ও নদিয়াতেও। আজ থেকে তাপমাত্রা হবে উর্ধমুখী।
বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্র। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি তিন সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
তেমনই আজ পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওযা বাধা দেবে। যার ফলে বাড়বে গরম।
আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পাের। ফলে বিদায় নিতে চলেছে শীত।