দুর্গাপুজো শেষ। এই পুজোর চারদিন কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে চিন্তায় ছিল সকলে। তবে, পুজোর কদিন আকাশ ছিল পরিষ্কার।
পুজোর কদিন কোথাও বৃষ্টির তেমন খবর মেলেনি। পুজোর শেষে দশমীর দিন সকালে হালকা বৃষ্টির খবর এসেছে।
পুজো শেষে সামনেই লক্ষ্মীপুজো এবং কালীপুজো। এই দুই পুজো ঘিরে জনগণেনর উন্মাদনা কম থাকে না। থাকে বিস্তর পরিকল্পনাও।
তেমনই থাকে পুজোর আয়জন কম থাকে না। এবার পুজোর পর এল বিশেষ খবর। জানা গিয়েছএে চলতি সপ্তাহের আবহাওয়া।
আবহাওয়ার পূর্বাভাস বলছে এবার শুষ্ক থাকবে আবহাওয়া। আজ কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, ভারী বৃষ্টি নয়। হতে পারে হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে মূলত থাকবে শুষ্ক আবহাওয়া।
মঙ্গলবার অর্থাৎ আজ বৃষ্টি সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে, সকাল থেকে আকাশ পরিষ্কার কলকাতায়। তেমনই জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
তবে, কলকাতা সহ বেশি কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাস্প ঢুকে স্থানীয় ভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।