মাঝরাতে 'মদ্যপ' পুলিশ লুটোপুটি খাচ্ছে কলকাতার রাস্তায়, সামলাতে গিয়ে অস্বস্তিতে সহকর্মীরা

Published : Mar 09, 2025, 01:06 PM IST
kolkata medical

সংক্ষিপ্ত

তখন প্রায় সময় রাত ১০টা থেকে সাড়ে দশটা। হঠাৎই সকলের নজর গিয়ে পড়ে কলকাতা মেডিকেল কলেজে জরুরি বিভাগের সামনে। দেখা যায়, মাটিতে গড়াগড়ি খেয়ে কেন যেন করছে এক পুলিশ কর্মী। খোঁজ খবর নিয়ে জানা যায় তাঁর নাম অরুণ কুমার দাস।

কলকাতা মেডিকেল কলেজে ইমারজেন্সির সামনে মাটিতে গড়াগড়ি খেতে খেতে অদ্ভুত কান্ড করতে লাগলেন মদ্যপ পুলিশ। তাকে সামলাতে গিয়ে হিমশিম পরিস্থিতি অনান্য সহকর্মীদের। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় মদ্যপ ছিলেন কলকাতা পুলিশের ওই কর্মী। এই ঘটনায় উপস্থিত রোগী ও তার পরিজনেরা অপ্রস্তুত হয়ে পড়েন। অনেকেই বলাবলি করতে লাগলেন, পুলিশ হয়ে এভাবে মদ খেয়ে গড়াগড়ি করতে পারে। রাতের বেলা রীতিমত শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে।

প্রত্যক্ষদর্সীরা জানিয়েছেন, তখন প্রায় সময় রাত ১০টা থেকে সাড়ে দশটা। হঠাৎই সকলের নজর গিয়ে পড়ে কলকাতা মেডিকেল কলেজে জরুরি বিভাগের সামনে। দেখা যায়, মাটিতে গড়াগড়ি খেয়ে কেন যেন করছে এক পুলিশ কর্মী। খোঁজ খবর নিয়ে জানা যায় তাঁর নাম অরুণ কুমার দাস। প্রাথমিকভাবে দেখে অনেকেরই মনে হয়েছিল কাজের মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন ওই পুলিশকর্মী। তখনও হাসপাতাল চত্বরে বেশ লোকজনের ভিড়। কিন্তু, শনিবার রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কর্তব্যরত এক পুলিশ কর্মীর অবস্থা দেখে তাজ্জ্যব হয়ে গেলে সকলে। কাছে যেতেই বোঝা যায় তিনি ছিলেন মদ্যপ।

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে হাসপাতালে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। প্রথম অবস্থায় দেখে তারও অবাক হয়ে যান। পরে সহকর্মীরাই ধরাধরি করে ওই মদ্যপ পুলিশ কর্মীকে ভিতরে নিয়ে যান। হাসপাতালের নিরাপত্তা যে পুলিশের উপরে তারাই কিনা ডিউটির সময় মদ্যপ অবস্থায়? এমন প্রশ্ন তুলে ওই মদ্যপ পুলিশ কর্মীর দায়বদ্ধতা নিয়ে সরব হলেন অনেকেই।

শেষমেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই পুলিশকর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষনে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। কেন কর্তব্যরত অবস্থায় ওই পুলিশ কর্মী এমন ধরনের আচরণ করলেন তিনি, তা কলকাতা পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার পরই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ বিভাগের তরফ থেকে। পুলিশ কর্মী অরুণ কুমার দাসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে বলে খবর মিলেছে। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা মেডিকেল কলেজে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের