মুখ্যমন্ত্রীর মন্তব্য 'রাষ্ট্রবিরোধী ', মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সরকার পড়ে যাচ্ছিল' মন্তব্যের বিরোধিতায় সরব শুভেন্দু অধিকারী

শেয়ার বাজারের পতন রুখতে টাকা চাওয়াকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র বিরোধীতা করলেন বিজেপি বিধায়ক। এমনকী মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিত্তিতে শ্বেতপত্র পেশ করার দাবিও করেছেন তিনি।

Web Desk - ANB | Published : Feb 2, 2023 5:28 PM IST

মুখ্যমন্ত্রীর মন্তব্য 'রাষ্ট্রবিরোধী' 'ভিত্তিহীন' বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সরকার পড়ে যাচ্ছিল' মন্তব্যের প্রেক্ষিতে এবার পালটা তোপ দাগলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে 'রাষ্ট্রবিরোধী' বলেও দাবি করেছেন তিনি। শেয়ার বাজারের পতন রুখতে টাকা চাওয়াকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র বিরোধীতা করলেন বিজেপি বিধায়ক। এমনকী মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিত্তিতে শ্বেতপত্র পেশ করার দাবিও করেছেন তিনি। যদিও তৃণমূলের পালটা দাবি একটি সংস্থা বা ব্যাক্তিকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে কোটি কোটি মানুষের ক্ষতি করছে কেন্দ্রীয় সরকার। শুভেন্দু অধিকারীর মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতেও নারাজ শাসকদল।

বুধবার সংসদে বাজেট অধিবেশনের পর থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র। বৃহস্পতিবারও বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আদানি ইস্যু টেনেও মোদী সরকারকে তোপ দাগলেন মমতা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার মুরলিধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

ঠিক কী বললেন শুভেন্দু অধিকারী?

'স্কুলের ছোট ছোট বাচ্চাদের সামনে মুখ্যমন্ত্রীর এই ধরণের মন্তব্য করা একেবারেই উচিত হয়নি। সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী মন্তব্য। আমরা যাঁরা জাতীয়তাবাদী তাঁরা এই মন্তব্য গ্রহণ করি না। সরকার পড়ে যাচ্ছিল এই কথা ভিত্তিহীন। ওঁর কথা কেউ বিশ্বাস করে না।'

বৃহস্পতিবার কী বললেন মুখ্যমন্ত্রী?

'গতকাল তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল, কারণ শেয়ার বাজারে ধস নেমেছিল। যাঁদের শেয়ার পড়ে যাচ্ছিল তাদেরকে ফোন করে হাজার হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। আমি নামগুলি আর বলতে চাই না। পরিকল্পনা না থাকলে, এই দিয়ে সরকার চলে না। গতকাল কেন্দ্রীয় সরকার একটি বাজেট করেছে। বেকারদের জন্য সেখানে একটি কথাও খরচ করা হয়নি। নির্বাচন এলে বলে ২ কোটি লোককে চাকরি দেব আর ভোট চলে গেল ৪ কোটি চাকরি খেয়ে নেয়। কারণ সব শিল্প বন্ধ হয়ে গিয়েছে।'

বাজেট প্রসঙ্গে এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?

'মাছের তেলে মাছ ভাজা হয়েছে' বলে কটাক্ষ করেন। এদিন তিনি বললেন,'ভাবছেন দারুণ মজা হয়েছে, দারুণ কিছু হল। শুনে রাখুন কী বোকা বানিয়েছে। মাছের তেলে মাছ ভেজেছে। ওটা আসলে কথার জাগলারি। ভাবছে চালাকি দিয়ে সব হয়। আরে কেউ না কেউ তো ধরবে।' এখানেই শেষ নয়, বাজেটে নয়া কর কাঠামোকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। এই কর কাঠামোয় সরকার যা না দিচ্ছে আদতে তার থেকে বেশি কেটে নিচ্ছে বলেও দাবি করেন মমতা। এই মর্মে তথ্যও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়,'খুব আনন্দে আছেন পাঁচ থেকে সাত করল। আসলে দুই বাড়াল, আড়াই কমাল। বিজেপি আপনার রোজগার আরও ঝড়ঝড়ে করে দিয়েছে। যারা আয়কর ৮০ সি ধারায় এলআইসি, পিপিএফ বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফাণ্ড মিলিয়ে যে দেড় লাখ টাকা ছাড় পেতেন, নতুন কড় কাঠামোয় আর পাবেন না।' শুধু তাই নয় মেডিক্যাল ইনসিওরেন্সর প্রিমিয়ামে পুরো পরিবারের জন্য ৮০ ডি ধারায় যে ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যেত সেই ছাড়ও আর মিলবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই তথ্য উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,'অর্থাৎ ছাড় কমল দেড় আর ৫০ হাজার মানে দু'লাখ। ন্যাশানাল পেনশন স্কিমে টাকা জমালে যে ছাড় মিলত তাও তার পাবেন না। অর্থাৎ ছাড় কমল আড়াই। লাভ হল না লোকশান হল আপনিই বলুন।'

আরও পড়ুন - 

কেন্দ্রীয় বাজেটের দিন নরেন্দ্র মোদী সরকারের পতন হতে যাচ্ছিল, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

'মাছের তেলে মাছ ভাজা হয়েছে', তথ্য দিয়ে নতুন কর কাঠামো বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

'মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন', বিশ্বভারতীর বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ

Share this article
click me!