SIR হিয়ারিং-এ ডাক পড়তে পারে আপনার? কাদের ডাকা হতে পারে? আর কোন কোন নথি লাগবে?

Published : Nov 20, 2025, 09:49 AM IST

বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর পর্ব। জেনে রাখা ভালো যে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন। ৭ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। সেখানে যদি নাম না থেকে কী করবেন? আপনাকে কি হিয়ারিংয়ে ডাকা হতে পারে? জেনে নিন নানা প্রশ্নের উত্তর

PREV
18

SIR-এর লক্ষ্য হল পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপডেট করা। ৮০,০০০-এর বেশি বুথ লেভেল আধিকারিক (BLO) ৪ ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই ও আপডেট করছেন। ভোটারদের সাহায্য করার জন্য রাজ্য জুড়ে ৬৫৯টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।

28

ভারতীয় নির্বাচন কমিশন নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে, যার আওতায় প্রায় ৫১ কোটি ভোটার রয়েছেন। এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি।

38

ডিসেম্বরের ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপর চলবে সেই তালিকা সংশোধন। এর মধ্যে ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ।

48

কাদের ডাকা হতে পারে?

২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে।

58

এ ছাড়া ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি ১১টি নথির মধ্যে ১টি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির।

68

এ ছাড়া কোনও বৈধ ভোটার হয়তও কোনও ভুল তথ্য দিয়ে ফেলেছেন। তাঁর দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তও। ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন।

78

এমনকি যাঁরা ফর্ম ফিলআপের সময় গোলমাল করেছেন, তাঁদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে, তাহলেও ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন।

88

সুতরাং যেখানেই কোনও ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল। এসআইআরের ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার।

Read more Photos on
click me!

Recommended Stories