রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের

Published : Nov 19, 2025, 08:52 AM IST

CV Anand Bose On Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এবার থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী বলেছিলেন তৃণমূল সাংসদ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের

চুঁচুড়ার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আননন্দ বোস। অভিযোগ, রাজভবনে অস্ত্র-বোমা মজুত রয়েছে বলে অতি সম্প্রতি এই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ। যা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার সমান। তাই কল্যাণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। 

25
কল্যাণের বিরুদ্ধে কী কী অভিযোগ?

একই সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগ, বিএনএস-এর ১৯৬-এর (১) ধারা আনা হয়েছে। একই সঙ্গে জনমনে আতঙ্কের সৃষ্টি  বিএনএস-এর ১৫৩ (বি), ১৫৩ (সি) ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও বাংলার সাংবিধানিক প্রধানের মামলা রুজু করা নিয়ে মোটেও চিন্তিত নন বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

35
কী বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

রাজ্যপাল সিভি আনন্দ বোসের থানায় অভিযোগ দায়ের করা নিয়ে পাল্টা বোসকে তোপ দেগেছেন কল্যাণ। তিনি বলেন, ‘’আবার বলছি থার্ড গ্রেডেড লোক। যত ধারা বলছি সব উনার বিরুদ্ধে অ্যাপ্লাই করা উচিত। ধারা ছাড়ুন, সিভি আনন্দ বোসকে আমি ছাড়ব নাকি। ও যা ইচ্ছা করুক। ওরকম হাজারটা সিভি আনন্দ বোস দেখেছি। ফালতু লোক।''

45
রাজ্যপালকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এখানেই শেষ নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন যে, ‘’রাজ্যপালকে আগে বলুন, উনি যেন বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা করে বোমা দিয়েছেন। বন্দুক দিয়েছেন। দিয়ে বলছে আগে তৃণমূলকে মেরো এসো। এসব আগে বন্ধ করতে হবে।''

55
রাজ্যপালের প্রতিক্রিয়া

এই বিষয়ে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস পাল্টা আরও বলেন যে, ‘’রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলা, অভিযোগ তোলার প্রবণতা রয়েছে বাংলায়। রাজ্যপালের বিরুদ্ধে কিছু বললে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে মনে করা হয়। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, ভুয়ো অভিযোগ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'' 

Read more Photos on
click me!

Recommended Stories