হাতে আর মোটে ৬ বছর! শিঘ্রই জলের তলায় ডুবে যাবে কলকাতা, মাথায় হাত পরিবেশবিদদের

Published : Aug 22, 2024, 01:32 PM ISTUpdated : Aug 22, 2024, 01:36 PM IST
Water

সংক্ষিপ্ত

হাতে আর মোটে ৬ বছর! শিঘ্রই জলের তলায় ডুবে যাবে কলকাতা, মাথায় হাত পরিবেশবিদদের

ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাবে কলকাতা! শুধু কলকাতাই নয়, জলের তলায় ডুবে যাবে দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি। বাড়ছে সমুদ্রের জলস্তর। সেই জলের তলায় ডুবে যাচ্ছে ভারতের শহরগুলি। এক গবেষণা থেকে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। আগামী ৬ বছরের মধ্যে কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র এমনই দাবি করছেন বিজ্ঞানীরা!

পরিবেশবিদরা জানিয়েছেন, হাতে খুবই অল্প সময়। তারপরেই জলে ডুবে যেতে পারে এই শহর। ভূতত্ত্ববীদরাও সমস্জি জানিয়েছে এই তথ্য়ে। তাঁরা বলেছেন, " কলকাতার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে পলি। ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কলকাতার মাটি। অন্যদিকে উল্টদিকে সমুদ্রের জলস্তরের পরিমাণও দ্রুতগতিতে বাড়ছে। এই ভাবে জল বেড়ে যাওয়া অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

শুধু কলকাতাই নয়, একই ঘটনা ঘটছে উপকূলে থাকা ১২টি শহরের ক্ষেত্রেও। আগামী ১২-১৫ বছরের মধ্যে একেবারে জলের তলায় ডুবে যেতে পারে এই শহরগুলি।

বিজ্ঞানীদের মতে, সব জায়গাতেই ভঈষণ বাবে তাপমাত্রা বাড়ছে। তাই ২০৩০ এর মধ্যে সঠিক পদক্ষেপ না নিলেই ডুবে যাবে ভারতের সব থেকে জনপ্রিয় বেশ কিছু শহর।

কিন্তু কেন ঘটবে এই ঘটনা? বিজ্ঞানীরা জানিয়েছেন উষ্ণায়ণের কারণে হিমবাহ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়েছে। এরফলে নদীতেও ঢুকতে শুরু করবে সাগরের জল। যেহেতু কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে অক্সিজেনেকর মাত্রা কমে যাচ্ছে তাই দ্রুত হারে গলে যেতে শুরু করে হিমবাহ।

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর