ছিটেফোঁটা বৃষ্টিও কি হবে আজ? তীব্র গরম থেকে রেহাই মিলবে এই দিন থেকে, জানিয়ে দিল আলিপুর

চাঁদিফাটা রোদ, সঙ্গে হাঁসফাঁস গরম, অথচ বৃষ্টির দেখা নেই! সব মিলিয়ে রীতিমতো হাঁপাচ্ছে দক্ষিণবঙ্গ। ঘেমে নেয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে প্রত্যেকের। কাজ করা তো দূর, বসে বসে ঘেমে যাচ্ছে মানুষ। তবে দিন বদলাতে চলেছে! ভাল আপডেট দিল হাওয়া অফিস।

Parna Sengupta | Published : Jun 11, 2024 4:34 PM
19

হাঁসফাঁস গরমে মারাত্মক অবস্থা দক্ষিণবঙ্গের। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে কষ্ট! এই অবস্থায় কেমন কাটবে আজকের দিন? আকাশে অল্প মেঘের আনাগোনা থাকলেও, বৃষ্টির কি কোনও সম্ভাবনা রয়েছে? এবার জানিয়ে দিল হাওয়া অফিস।

29

আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকাল ৮:৩০ থেকে আজ সকাল ৮:৩০ অবধি কোনও বৃষ্টিপাত হয়নি।

39

তবে আপাতত যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

49

অন্যদিকে সর্বাধিক তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি। হাওয়া অফিসের পূর্বাভাস, আংশিক মেঘাচ্ছন্ন আকাশে বজ্রবিদ্যুৎ সহ আলোর ঝলকানি দেখা যেতে পারে।

59

এদিকে যদি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসের কথা বলা হয়, তাহলে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। তবে আজ দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

69

তবে আগামীকাল বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

79

তা শুক্রবার গড়িয়ে সোমবার অবধি চলতে পারে বলে জানানো হয়েছে। সোমবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

89

বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতায়ও। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা সহ সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে

99

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos