শোভন চট্টোপাধ্য়ায় কেন ফিরলেন না তৃণমূল কংগ্রেসে? ২১ জুলাই নিয়ে নিজের মত জানালেন প্রাক্তন মেয়র

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা অনিশ্চিত। নিজেই ২১ জুলাই নিয়ে মতামত জানিয়েছেন প্রাক্তন মেয়র।

 

Saborni Mitra | Published : Jul 23, 2024 4:26 PM IST

শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ২১ জুলাই (21 July) তৃণমূল কংগ্রেসে (TMC) ফিরতে পারেন এমন জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল। কয়েক দিন আগেই তাঁর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু ২১ জুলাইয়ের সমাবেশে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে। অনুপস্থিত ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও। যা দেখে তৃণমূল কংগ্রেসের একাংশ বলেছেন এবারও তৃণমূল কংগ্রেসের একাংশ বলছে শোভনের দলে ফেরা অনিশ্চিত। অনেকেই আবার বলেছেন, তাঁরা নাকি আগেই বলেছিলেন শোভন আর তৃণমূল কংগ্রেসের ফিরবেন না। তবে কী বলেছেন স্বয়ং শোভন?

তৃণমূলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন শোভন চট্টোপাধ্যয়। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'যাব কোথায়? মঞ্চে তো? আমি তো মঞ্চের লোক নই! স্বাভাবেই ২১ জুলাই আমাদের কাছে একটা আবেগ।' যদিও আগে তিনি বলেছিলেন, '২১ জুলাই আমার কাছে যতটা যন্ত্রণার ততটাই আবেগের। রাজনীতির যেদিকেই অবস্থান করি না কেন ওই দিন মন থাকে ভারাক্রান্ত। পরিস্থিতি হলে এবার নিশ্চয় পৌঁছে যাব।'

Latest Videos

শোভন ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ নারায়ণ। তিনি বলেন, দলের তরফে এই অ্যাজেন্ডা বা এই বিষয়ে কিছু ভাবা হচ্ছে বলে তাঁর জানা নেই। তিনি জানিয়েছেন ২১ জুলাইয়ের আগের দিনও বলেছিলেন তাঁর মনে হয়েছে ওদের দেখা যাবে না। তিনি অবশ্য শোভন চট্টোপাধ্য়ায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কেও জুড়ে দিয়েছেন।

অন্যদিকে শোভনের বাড়িতে কুণাল ঘোষের যাওয়ার পরই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই কুণাল ঘোষ কিছুটা পাল্টি খেয়ে বলেন, 'আমার যাওয়ার সঙ্গে শোভনদা এবং বৈশাখীর মঞ্চে আসার কোনও সম্পর্ক নেই। আমি ব্যক্তিগত সৌজন্য, আলাপ, আমন্ত্রণ, বৈশাখীর মায়ের পরলৌকিক কাজ...আমি তো বার বার বলে এসেছি যে আমি যাচ্ছি। কিন্তু আমি কারও দূত হয়ে যাচ্ছি না।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'সরকার বন্যা দুর্গতদের পাশে কোনোদিনই দাঁড়ায়নি, উল্টে কেন্দ্রের টাকা লুট করেছে' বিস্ফোরক Dilip
বাড়ি থেকে বেরোতে হচ্ছে লাঠি নিয়ে! শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা | North 24 Parganas News
'জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কী বন্যার ছক মমতার?' নথি দেখিয়ে প্রশ্ন জগন্নাথের | Flood
বিধানসভায় শুভেন্দুকে 'হাতজোড়' করে মমতার অনুরোধ! ফাঁস করলেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari
'নাম নিলেই পরিবারের উপর হামলা করবে তৃণমূল, তাই অসুস্থ হয়ে পড়ছেন টালা থানার ওসি'- মন্তব্য সুকান্তর