Durga Puja 2024: একলাফে ক্লাবগুলির অনুদান বাড়িয়ে দিলেন মমতা, এবছর কত পাবেন তাঁরা, জানেন?

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও এবার দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিলেন মমতা।

২০১১ সালে ক্ষমতায় আসার পরেই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ‌্যমন্ত্রী। প্রথম বছর ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। তার পর করোনার পরে এক ধাক্কায় অনুদানের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়।  ২০২২ ও ২০২৩ সালে ১০ হাজার টাকা করে বাড়ে অনুদান। গত বছর ক্লাবগুলি ৭০ হাজার টাকা করে অনুদান পায়। সেই সঙ্গে মেলে বিদ্যুৎ বিলে ৬৬.৬৬ শতাংশ ছাড়।

এবার সেই টাকার অঙ্ক বেড়ে গেল অনেকটাই। ২০২৪ সালে দুর্গা পুজোর জন্য ক্লাবগুলি পাবে নগদ ৮৫ হাজার টাকা। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ হাজার থেকে অনুদান একলাফে বেড়ে হল ৮৫ হাজার টাকা। আগামী বছর এই অনুদান বেড়ে হতে পারে ১ লক্ষ টাকা। এদিন তেমনই ইঙ্গিত দিলেন মমতা। শুধু অনুদান বৃদ্ধি নয়, বাড়ল বিদ্যুতের ছাড়ও।

Latest Videos

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও এবার দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দিলেন মমতা। তিনি বলেন, ১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে এবছর। প্রসঙ্গত, ২০২৪-এ মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর, বুধবার। মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর, বৃহস্পতিবার। মহাঅষ্টমী ১১ অক্টোবর, শুক্রবার। মহানবমী পালিত হবে ১২ অক্টোবর, শনিবার। বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর রবিবার।

এদিন কলকাতা পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে একটি প্রশাসনিক সভার আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সভামঞ্চ থেকে মমতা সাবধান করে দেন পুজো ক্লাবগুলিকেও। তিনি বলেন, '১১২ ফুটের পুজো করলাম, লেজারের খেলা করলাম। এতে তো অন্যের ক্ষতি হতে পারে, পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। থানার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আমার আনন্দ যেন অন্যের অসুবিধের কারণ না হয়। পুজোর সময় ক্যুইক রেসপন্স টিম তৈরি রাখতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today