আদালতের নির্দেশ কার্যকর। শেষপর্যন্ত ২০১৬ সালের অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা SSC। তালিকায় ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।
আদালতের নির্দেশ কার্যকর। শেষপর্যন্ত ২০১৬ সালের অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা SSC। তালিকায় ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর 'অযোগ্য' শিক্ষকদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
25
৫৪ পাতার তালিকা
SSC-এর পক্ষ থেকে ৫৪ পাতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। য়েখানে অযোগ্য শিক্ষকদের নাম,রোল নম্বর, বিষয় (সংশ্লিষ্ট শিক্ষক যে বিষয়ে শিক্ষকতা করতেন), শিক্ষককের বাবার নাম, জন্মের সাল প্রকাশ করা হয়েছে।
35
সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টের নির্দেশ
প্রথমে বুধবার সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষকদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও দেখা যায় অযোগ্য শিক্ষকদের নাম রয়েছে SSC-র ২০২৫ সালের তালিকায়। তারপরই বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম তাদের পিতৃপরিচয়ের সঙ্গে প্রকাশ করতে। সেইমতই SSC ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করে।
সুপ্রিম কোর্টে ‘অযোগ্য’দের তালিকা পেশ করেছিল রাজ্য। তার ভিত্তিতেই কালো তালিকাভুক্ত করে আদালত নির্দেশ দিয়েছিল, কোনওমতেই যেন পরবর্তী পরীক্ষায় এঁরা যোগ দিতে না পারেন। কিন্তু এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা যায় অনেক ‘অযোগ্যে’র নাম রয়েছে পরীক্ষার্থী হিসাবে। এমনকি ইন্টারভিউ তালিকায়ও এক ‘অযোগ্যে’এর নাম দেখা যায়। মামলা হয় কলকাতা হাই কোর্টে। তারপরই অমৃতা সিনহা নাম প্রকাশের নির্দেশ দেন।
55
শিক্ষামন্ত্রীর মন্তব্য
SSC নিয়ে যখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা করা হবে। তিনি আরও জানিয়েছেন ৩১ ডিসেম্বের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার কাজ চলছে। যদিও এসএসসির জন্য আদালতের নির্দেশে ২০২৫ সালে যে পরীক্ষা হয়েছে তা নিয়েও মামলা হয়েছে।