SSC Protest Kolkata: সল্টলেক এসএসসি ভবনের বাইরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। রাত গভীর হতেই রাস্তায় নাম র্যাফ (SSC Protest Kolkata)।
আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যে, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সোমবার সন্ধ্যা ৬টায়। কিন্তু তা করা হয়নি। আর এরপরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন চাকরিহারারা। প্রথমে এদিন ১৩ জনের প্রতিনিধি দল এসে পৌঁছয় এসএসসি ভবনে। এরপর এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলে তাদের বৈঠক। কিন্তু পরে তারা বেরিয়ে এসে জানান, সেই বৈঠক কার্যত নিষ্ফলা।
কিন্তু সময় এগোলেও লিস্ট আর সামনে আসেনি। আর তারপর থেকেই সেই বিক্ষোভের তেজ যেন আরও বেড়ে যায়। সল্টলেক SSC ভবনের সামনে শুরু হয় চাকরিহারাদের লাগাতার অবস্থান এবং বিক্ষোভ (SSC Panel 2016)।
আর সেই আন্দোলন চলাকালীনই তাদের অভিযোগ, শৌচালয় ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এমনকি, যেখান থেকে তারা জল পান করছিলেন সেটাও নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। রাত যতই গভীর হচ্ছে, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। রাত বারোটা পেরিয়ে গেলেও তারা আন্দোলনে অনড় ছিলেন। কার্যত, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আন্দোলনকারীরা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।
আর ঠিক কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। কেন শৌচালয় খোলা হবে না? প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, “যোগ্য-অযোগ্যের তালিকাটা দিয়ে দিলেই তো সমস্যা মিটে যায়। শিক্ষকদের কোনও শখ হয়নি যে, রাতে এখানে এসে বসে থাকবে। আমরাই জল দিয়ে ওনাদের সাহায্য করব।”
এদিকে রাত বাড়লেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝে কাঁদানে গ্যাস নিয়ে হাজির হয় র্যাফ। কিন্তু অন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা একটুও পিছু হটেননি। চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ। তারই মাঝে পুলিশের সঙ্গে তারা খানিক বচসাতেও জড়িয়ে পড়েন।
জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য খিচুড়ি এবং জলের বন্দোবস্ত করা হয়। রাত ৩টের সময়তেও আন্দোলনে অনড় তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।