WB SSC Scam: আদালতের রায়ে এখনও ঝুলে রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। ইতিমধ্যে নতুন করে চাকরির আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। এরই মধ্যে চাকরি মামলায় ফের নতুন মোড়। জানুন বিশদে…
সুপ্রিম কোর্টের রায়ে গত ৩ এপ্রিল একযোগে চাকরি চলে গিয়েছে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মীদের। এবার এই চজাকরি বাতকিল মামলায় সামনে এলো গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত।
28
এসএসসির নয়া পদক্ষেপ
চাকরি বাতিল মামলায় যে সমস্ত চাকরি প্রার্থীরা তাঁদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে চান তাদের জন্য নয়া উদ্যোগ নিলো SSC। প্রকাশ করল তাঁদের তালিকা। যাঁরা আবার সেই পুরনো কর্মস্থলে ফিরতে চান।
38
সুপ্রিম নির্দেশ
কারণ, সম্প্রতি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। তাতে বলা হয়েছে যে, যাঁরা নিজেদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে চান তারা পারবেন। এর এবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে সেই সমস্ত প্রার্থীর নাম রয়েছে। যাঁরা পুরনো কাজের জায়গায় ফিরে যেতে চান।
জানা গিয়েছে, এসএসসির তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম তালিকায় নাম রয়েছে ১,৭১৯ জনের। যাতে প্রতিটি প্রার্থীর তথ্য স্বচ্ছভাবে জানা যায়।
58
প্রথম ও দ্বিতীয় তালিকা প্রকাশ
জানা গিয়েছে, প্রথম তালিকায় নাম রয়েছে ১,২৮২ জন। এবং দ্বিতীয় তালিকায় নাম রয়েছে ৪৩৭ জনের। এছাড়াও প্রতিটি প্রার্থীর জন্য রয়েছে নির্দিষ্ট ক্রমিক সংখ্যাও।
68
ডকেট নম্বর
যাঁরা তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে চান তাদের বাছাই করতে স্কুল সার্ভিস কমিশনের তরফে দেওয়া হয়েছে একটি ডকেট নম্বরও। এটি হল আবেদনকারীর দেওয়া একটি বিশেষ নম্বর।
78
কী কী রয়েছে তালিকায়
জানা গিয়েছে, নয়া এই তালিকায় রয়েছে আবেদনকারীর নাম। পদ। তিনি কোন পদে নিযুক্ত ছিলেন সেই সমস্ত বিষয়ের যাবতীয় তথ্য। স্কুল ও জেলার নাম সহ বিশদ বিবরণ।
88
কোন পদে ছিলেন আগে
এছাডা়ও ওই তালিকা থেকে প্রার্থীরা জানতে পারবেন তাঁরা আগে কোন পদে চাকুরিরত ছিলেন। পুরনো চাকরি দফতর বা স্কুলের নাম। নিয়োগকারী কর্তৃপক্ষ সহ বিশদ বিবরণ।