১২% সুদ সহ ফেরাতে হবে বেতন! এই চাকরিহারাদের এক একজনকে কত টাকা করে দিতে হবে জানেন?

Published : Apr 06, 2025, 04:10 PM IST

SSC ২০১৬ নিয়োগ প্রক্রিয়ার রায়ে প্রায় ২৬০০০ হাজার শিক্ষকের চাকরি বাতিল। SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) সুপ্রিম কোর্টের রায়ে (Supreme Court Verdict) চাকরিহারা ২৫,৭৫৩ জন। তাদের বেতনের টাকা ফেরাতে হবে! কত টাকা করে দিতে হবে জানেন?

PREV
110

SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) সুপ্রিম কোর্টের রায়ে (Supreme Court Verdict) চাকরিহারাদের সবাইকে এতদিনের বেতনের টাকা ফেরাতে না হলেও কিছু সংখ্যককে ১২% সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

210

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, প্যানেলে নাম নেই এমন প্রার্থী কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে বা উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সকলকে সুদ সহ সমস্ত বেতন ফেরাতে হবে।

410

SSC-র নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-তে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

510

তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজনের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি।

610

যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর ১২% সুদ বসালে প্রায় ২৭ লক্ষ টাকার আশেপাশে ফেরত দিতে হবে।

710

একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি ৪৪ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৬ লক্ষের কাছাকাছি।

810

সেই হিসেব মত ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা।

910

স্টার্টিং স্যালারি ধরে হিসেব কষলে ২০২৪ অবধি ১৬ লক্ষর টাকার আশেপাশে হবে। এখন তাদের ফেরাতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা।

1010

ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন ১৯ হাজার টাকার কাছাকাছি। এই ধরে এগোলে ২০২৪ অবধি তা ১১ লক্ষের মতো হয়। সুদ সহ তাদের প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ফেরত দিতে হবে।

click me!

Recommended Stories