পাঁচদিনে ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচারে সফলতা পেয়ে রেকর্ড গড়ল এসএসকেএম, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Published : Feb 15, 2025, 06:13 PM IST
SSKM

সংক্ষিপ্ত

এই হাসপাতালে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে যায় নানা কারণে । নির্দিষ্ট সংখ্যক রোগীর চেয়ে বেশি অস্ত্রোপচার করাও সম্ভব নয় প্রত্যেকদিন। রোগীর সুস্থতার জন্য চাপ কমাতে চিকিৎসকরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা একাধিক অস্ত্রোপচারের করবেন।

নজির গড়েছে এসএসকেএম হাসপাতাল। ম্যারাথন অপারেশন করে ১৫ জন চিকিৎসক মিলে ৫ দিনে ১৭৫ জন রোগীর অস্ত্রোপচার করেছেন। সব কটিই সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। রাজ্যে তো বটেই, সম্ভবত দেশের ইতিহাসেও নজিরবিহীন বলা যেতে পারে এই ঘটনা । সরকারি হাসপাতালের এই সাফল্যে আপ্লুত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, আমাদের নিজেদের সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএম এক নতুন রেকর্ড গড়েছে! গত ৫ দিনে ১৭৫টি গলব্লাডার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে।

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, এই হাসপাতালে অস্ত্রোপচারের রোগীর সংখ্যা বেড়ে যায় নানা কারণে । নির্দিষ্ট সংখ্যক রোগীর চেয়ে বেশি অস্ত্রোপচার করাও সম্ভব নয় প্রত্যেকদিন। রোগীর সুস্থতার জন্য চাপ কমাতে চিকিৎসকরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা একাধিক অস্ত্রোপচারের করবেন। একেবারে সামনে তুলে ধরা হল সরকারি চিকিৎসা পরিষেবার মান ।

হাসপাতাল সূত্রে খবর মিলেছে, পাঁচদিনে ১৭৫টি অপারেশন, একেবারে নির্ভুল প্রত্যেকটি অপরেশনই। চিকিৎসকদের একাংশের মত, দেশের মধ্যে দৃষ্টান স্থাপন করলে কলকাতার এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে নানান জেলা থেকে গলব্লাডার স্টোনের রোগীরা এসেছিলেন । এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সহ শল্যচিকিৎসা বিভাগের একাধিক চিকিৎসক এই অসম্ভবকে সম্ভব করলেন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে । জানা যায়, বৃহস্পতিবার এবং শুক্রবার ছিল সরকারি ছুটি থাকলেও এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসকরা একের পর এক অস্ত্রোপচার করলেন। দেশের মধ্যে বাংলার চিকিৎসা ব্যবস্থা অনেকটা এগিয়ে এই ঘটনা তা প্রমাণ করে।

প্রত্যন্ত গ্রামের বহু মানুষ আছেন মাইক্রো সার্জারি সম্পর্কে কোন ধারনা নেই তাদের। রোগে অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হওয়া তাদের কাছে স্বপ্ন মনে হয়। সেই সব মানুষদেরই এসএসকেএম হাসপাতালে পিত্তথলির অস্ত্রোপচার হয়েছে। এমন নজিররবিহীন ঘটনার সাক্ষী থাকায় এসএসকেএম হাসপাতালের চিকিৎস, কর্তৃপক্ষ, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের এই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের